Skip to content

কুরআন মজীদ সূরা আল বালাদ আয়াত ১৯

Qur'an Surah Al-Balad Verse 19

আল বালাদ [৯০]: ১৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِنَا هُمْ اَصْحٰبُ الْمَشْئَمَةِۗ (البلد : ٩٠)

wa-alladhīna
وَٱلَّذِينَ
But those who
এবং যারা
kafarū
كَفَرُوا۟
disbelieve
অস্বীকার করেছে
biāyātinā
بِـَٔايَٰتِنَا
in Our Verses
আমাদের আয়াতগুলোকে
hum
هُمْ
they
তারাই
aṣḥābu
أَصْحَٰبُ
(are the) companions
লোক
l-mashamati
ٱلْمَشْـَٔمَةِ
(of) the left hand
বাম দিকের (অর্থাৎ হতভাগ্য)

Transliteration:

Wallazeena kafaroo bi aayaatinaa hum as-haabul Mash'amah (QS. al-Balad:19)

English Sahih International:

But they who disbelieved in Our signs - those are the companions of the left. (QS. Al-Balad, Ayah ১৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর যারা আমার আয়াতকে অস্বীকার করে তারাই বামপন্থী (হতভাগা)। (আল বালাদ, আয়াত ১৯)

Tafsir Ahsanul Bayaan

পক্ষান্তরে যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে, তারাই হল হতভাগ্য।

Tafsir Abu Bakr Zakaria

আর যারা আমাদের আয়াতসমূহে কুফরী করেছে, তারাই হতভাগ্য।

Tafsir Bayaan Foundation

আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই দুর্ভাগা।

Muhiuddin Khan

আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।

Zohurul Hoque

আর যারা আমাদের বাণীসমূহে অবিশ্বাস পোষণ করে তারাই হচ্ছে বামপন্থীয়দের দলভুক্ত।