কুরআন মজীদ সূরা আল বালাদ আয়াত ১৮
Qur'an Surah Al-Balad Verse 18
আল বালাদ [৯০]: ১৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْمَيْمَنَةِۗ (البلد : ٩٠)
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- Those
- ঐসব
- aṣḥābu
- أَصْحَٰبُ
- (are the) companions
- লোক
- l-maymanati
- ٱلْمَيْمَنَةِ
- (of) the right hand
- ডান দিকের (অর্থাৎ সৌভাগ্যশীল)
Transliteration:
Ulaaa'ika As-haabul maimanah(QS. al-Balad:18)
English Sahih International:
Those are the companions of the right. (QS. Al-Balad, Ayah ১৮)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তারাই ডানপন্থী (সৌভাগ্যবান লোক)। (আল বালাদ, আয়াত ১৮)
Tafsir Ahsanul Bayaan
তারাই হল সৌভাগ্যবান।
Tafsir Abu Bakr Zakaria
তারাই সৌভাগ্যশালী।
Tafsir Bayaan Foundation
তারাই সৌভাগ্যবান।
Muhiuddin Khan
তারাই সৌভাগ্যশালী।
Zohurul Hoque
এরাই হচ্ছে দক্ষিণপন্থীয়দের দলভুক্ত।