কুরআন মজীদ সূরা আল বালাদ আয়াত ১৩
Qur'an Surah Al-Balad Verse 13
আল বালাদ [৯০]: ১৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
فَكُّ رَقَبَةٍۙ (البلد : ٩٠)
- fakku
- فَكُّ
- (It is) freeing
- মুক্তি
- raqabatin
- رَقَبَةٍ
- a neck
- দাস
Transliteration:
Fakku raqabah(QS. al-Balad:13)
English Sahih International:
It is the freeing of a slave . (QS. Al-Balad, Ayah ১৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
(তা হচ্ছে) দাসমুক্তি। (আল বালাদ, আয়াত ১৩)
Tafsir Ahsanul Bayaan
তা হচ্ছে ক্রীতদাসকে মুক্তি প্রদান।
Tafsir Abu Bakr Zakaria
এটা হচ্ছেঃ দাসমুক্তি [১]
[১] এসব সৎকর্মের মধ্যে প্রথমে দাসমুক্ত করার কথা বলা হয়েছে। এটা খুব বড় ইবাদত এবং একজন মানুষের জীবন সুসংহত করার নামান্তর। বিভিন্ন হাদীসে এর অনেক সওয়াবের উল্লেখ এসেছে। এক হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে কেউ কোন দাসকে মুক্ত করবে সেটা তার জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তিপণ হিসেবে বিবেচিত হবে”। [মুসনাদে আহমাদ; ৪/১৪৭, ১৫০]
Tafsir Bayaan Foundation
তা হচ্ছে, দাস মুক্তকরণ।
Muhiuddin Khan
তা হচ্ছে দাসমুক্তি
Zohurul Hoque
দাসকে মুক্তি দেওয়া,