Skip to content

কুরআন মজীদ সূরা আল ফজর আয়াত ৩

Qur'an Surah Al-Fajr Verse 3

আল ফজর [৮৯]: ৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَّالشَّفْعِ وَالْوَتْرِۙ (الفجر : ٨٩)

wal-shafʿi
وَٱلشَّفْعِ
And the even
শপথ জোড়ের
wal-watri
وَٱلْوَتْرِ
and the odd
ও বেজোড়ের

Transliteration:

Wash shaf'i wal watr (QS. al-Fajr:3)

English Sahih International:

And [by] the even [number] and the odd (QS. Al-Fajr, Ayah ৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

জোড় ও বেজোড়ের শপথ, (আল ফজর, আয়াত ৩)

Tafsir Ahsanul Bayaan

শপথ জোড় ও বেজোড়ের। [১]

[১] এর দ্বারা জোড় এবং বিজোড় সংখ্যা অথবা জোড় এবং বিজোড় সংখ্যক বস্তুকে বুঝানো হয়েছে। কেউ কেউ বলেন, আসলে এটা সৃষ্টির কসম। এই জন্য যে, সৃষ্টি জোড় অথবা বিজোড় হয়; অন্য কিছু নয়। (আয়সারুত তাফাসীর)

Tafsir Abu Bakr Zakaria

শপথ জোড় ও বেজোড়ের [১]

[১] এ দুটি শব্দের আভিধানিক অর্থ যথাক্রমে ‘জোড়’ ও ‘বিজোড়’ । এই জোড় ও বিজোড় বলে আসলে কি বোঝানো হয়েছে, আয়াত থেকে নির্দিষ্টভাবে তা জানা যায় না। তাই এ ব্যাপারে তাফসীরকারগণের উক্তি অসংখ্য। কিন্তু জাবের রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “বেজোড় এর অর্থ আরাফা দিবস (যিলহজ্বের নবম তারিখ) এবং জোড় এর অর্থ ইয়াওমুন্নাহ্র (যিলহজ্বের দশম তারিখ)” । [মুসনাদে আহমাদ; ৩/৩২৭] কোন কোন তাফসীরবিদ বলেন, জোড় বলে যাবতীয় সালাত আর বেজোড় বলে বিতর ও মাগরিবের সালাত বোঝানো হয়েছে। কোন কোন তাফসীরবিদ বলেন, জোড় বলে সমগ্র সৃষ্টজগৎ বোঝানো হয়েছে। কেননা, আল্লাহ্ তা‘আলা সমস্ত সৃষ্টিকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তিনি বলেন, وَّخَلَقْنٰكُمْ اَزْوَاجًا অর্থাৎ আমি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। [সূরা আন-নাবা; ৮] যথা; কুফার ও ঈমান, সৌভাগ্য ও দুর্ভাগ্য, আলো ও অন্ধকার, রাত্রি ও দিন, শীত-গ্ৰীষ্ম, আকাশ ও পৃথিবী, জিন ও মানব এবং নর ও নারী। এগুলোর বিপরীতে বিজোড় একমাত্ৰ আল্লাহ্ তা‘আলার সত্তা। [ইবন কাসীর; ফাতহুল কাদীর] তবে যেহেতু জাবের রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণিত হাদীসে এর একটি তাফসীর এসেছে সেহেতু সে তাফসীরটি বেশী অগ্রগণ্য।

Tafsir Bayaan Foundation

কসম জোড় ও বিজোড়ের।

Muhiuddin Khan

যা জোড় ও যা বিজোড়

Zohurul Hoque

আর জোড়ের ও বেজোড়ের কথা,