Skip to content

কুরআন মজীদ সূরা আল ফজর আয়াত ২

Qur'an Surah Al-Fajr Verse 2

আল ফজর [৮৯]: ২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَلَيَالٍ عَشْرٍۙ (الفجر : ٨٩)

walayālin
وَلَيَالٍ
And the nights
শপথ রাতের
ʿashrin
عَشْرٍ
ten
দশ

Transliteration:

Wa layaalin 'ashr (QS. al-Fajr:2)

English Sahih International:

And [by] ten nights (QS. Al-Fajr, Ayah ২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

(জিলহাজ্জ মাসের প্রথম) দশ রাতের শপথ, (আল ফজর, আয়াত ২)

Tafsir Ahsanul Bayaan

শপথ দশ রাত্রির। [১]

[১] অধিকাংশ মুফাসসিরগণ বলেন, 'দশ রাত্রি' বলতে যুলহজ্জ মাসের প্রথম দশ রাত্রিকে বোঝানো হয়েছে। যার গুরুত্ব হাদীসসমূহে বর্ণিত হয়েছে। নবী (সাঃ) বলেছেন, "যুলহজ্জের প্রথম দশ দিনের কৃত আমলের চেয়ে আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আর কোন আমল নেই। (সাহাবাগণ বললেন, আল্লাহর পথে জিহাদও নয় কি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদও নয়। তবে এমন ব্যক্তির (আমল) যে নিজের জান-মালসহ বের হয় এবং তারপর কিছুও সাথে নিয়ে সে ফিরে আসে না। (বুখারী আইয়্যামে তাশরীক দিনের আমলের ফযীলত পরিচ্ছেদ,আবু দাউদ)

Tafsir Abu Bakr Zakaria

শপথ দশ রাতের [১],

[১] শপথের দ্বিতীয় বিষয় হচ্ছে দশ রাত্রি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু, কাতাদা ও মুজাহিদ প্রমুখ তাফসীরবিদদের মতে এতে যিলহজের দশ দিন বোঝানো হয়েছে। [ইবন কাসীর] যা সর্বোত্তম দিন বলে বিভিন্ন হাদীসে স্বীকৃত। হাদীসে এসেছে, “এদিনগুলোতে নেক আমল করার চেয়ে অন্য কোন দিন নেক আমল করা আল্লাহ্র নিকট এত উত্তম নয়, অর্থাৎ জিলহজের দশ দিন। সাহাবায়ে কিরাম বললেন, হে আল্লাহ্র রাসূল! আল্লাহ্র পথে জিহাদও নয়? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহ্র পথে জিহাদও নয় তবে সে ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান ও মাল নিয়ে জিহাদে বের হয়ে আর ফিরে আসেনি” । [বুখারী; ৯৬৯, আবু দাউদ; ২৩৪৮, তিরমিয়ী; ৭৫৭, ইবনে মাজহ; ১৭২৭, মুসনাদে আহমাদ; ১/২২৪] তাছাড়া এই দশ দিনের তাফসীরে জাবের রাদিয়াল্লাহু ‘আনহু বৰ্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয় দশ হচ্ছে কোরবানীর মাসের দশদিন, বেজোড় হচ্ছে আরফার দিন আর জোড় হচ্ছে কোরবানির দিন” [মুসনাদে আহমাদ; ৩/৩২৭, মুস্তাদরাকে হাকিম; ৪/২২০, আস-সুনানুল কুবরা লিন নাসায়ী; ৪০৮৬, ১১৬০৭, ১১৬০৮] সুতরাং এখানে দশ রাত্রি বলে যিলহজের দশদিন বোঝানো হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু বলেন ; মুসা আলাইহিস্ সালাম-এর কাহিনীতে وَّاَتْمَمْنٰهَا بِعَشْرٍ বলে এই দশ রাত্রিকেই বোঝানো হয়েছে। কুরতুবী বলেন, জাবের রাদিয়াল্লাহু ‘আনহু-এর হাদীস থেকে জানা গেল যে, যিলহজ্বের দশ দিন সর্বোত্তম দিন এবং এ হাদীস থেকে জানা গেল যে, মূসা আলাইহিস্ সালাম-এর জন্যেও এ দশদিনই নির্ধারিত করা হয়েছিল।

Tafsir Bayaan Foundation

কসম দশ রাতের।

Muhiuddin Khan

শপথ দশ রাত্রির, শপথ তার,

Zohurul Hoque

আর দশ রাত্রির কথা,