Skip to content

কুরআন মজীদ সূরা আল ফজর আয়াত ১৯

Qur'an Surah Al-Fajr Verse 19

আল ফজর [৮৯]: ১৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَتَأْكُلُوْنَ التُّرَاثَ اَكْلًا لَّمًّاۙ (الفجر : ٨٩)

watakulūna
وَتَأْكُلُونَ
And you consume
এবং তোমরা খাও
l-turātha
ٱلتُّرَاثَ
the inheritance
উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ
aklan
أَكْلًا
devouring
খাওয়া
lamman
لَّمًّا
altogether
সম্পূর্ণরূপে

Transliteration:

Wa taakuloonat turaasa aklal lammaa (QS. al-Fajr:19)

English Sahih International:

And you consume inheritance, devouring [it] altogether, (QS. Al-Fajr, Ayah ১৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর তোমরা উত্তরাধিকারীদের সব সম্পদ খেয়ে ফেল। (আল ফজর, আয়াত ১৯)

Tafsir Ahsanul Bayaan

এবং উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পূর্ণরূপে আত্মসাৎ করে থাক। [১]

[১] অর্থাৎ, যে কোন উপায়েই লাভ হোক; চাহে হালাল উপায়ে অথবা হারাম উপায়ে। لَمًّا শব্দের অর্থ হল جَمعًا অর্থাৎ, সম্পূর্ণরূপে।

Tafsir Abu Bakr Zakaria

আর তোমরা উত্তরাধিকারের সম্পদ সম্পূর্ণরূপে খেয়ে ফেল [১],

[১] এখানে তাদের তৃতীয় মন্দ অভ্যাস বর্ণনা করা হয়েছে যে, তোমরা হালাল ও সব রকম ওয়ারিশী সম্পত্তি একত্রিত করে খেয়ে ফেল [ইবন কাসীর]

Tafsir Bayaan Foundation

আর তোমরা উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে ভক্ষণ কর।

Muhiuddin Khan

এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল

Zohurul Hoque

আর তোমরা গ্রাস করে ফেল উত্তরাধিকার স্বত্ব পুরোপুরি গলাধঃকরণে;