Skip to content

কুরআন মজীদ সূরা আল ফজর আয়াত ১১

Qur'an Surah Al-Fajr Verse 11

আল ফজর [৮৯]: ১১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

الَّذِيْنَ طَغَوْا فِى الْبِلَادِۖ (الفجر : ٨٩)

alladhīna
ٱلَّذِينَ
Who
যারা
ṭaghaw
طَغَوْا۟
transgressed
সীমালঙ্ঘন করেছিলো
فِى
in
মধ্যে
l-bilādi
ٱلْبِلَٰدِ
the lands
(বিভিন্ন) দেশে

Transliteration:

Allazeena taghaw fil bilaad (QS. al-Fajr:11)

English Sahih International:

[All of] whom oppressed within the lands (QS. Al-Fajr, Ayah ১১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যারা দেশে সীমালঙ্ঘনমূলক আচরণ করেছিল, (আল ফজর, আয়াত ১১)

Tafsir Ahsanul Bayaan

যারা দেশের মধ্যে উদ্ধত আচরণ করেছিল।

Tafsir Abu Bakr Zakaria

যারা দেশে সীমালংঘন করেছিল,

Tafsir Bayaan Foundation

যারা সকল দেশে সীমা ছাড়িয়ে গিয়েছিল।

Muhiuddin Khan

যারা দেশে সীমালঙ্ঘন করেছিল।

Zohurul Hoque

যারা বিদ্রোহাচরণ করেছিল শহরে-নগরে,