Skip to content

কুরআন মজীদ সূরা আল ফজর আয়াত ১

Qur'an Surah Al-Fajr Verse 1

আল ফজর [৮৯]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَالْفَجْرِۙ (الفجر : ٨٩)

wal-fajri
وَٱلْفَجْرِ
By the dawn
শপথ ঊষার

Transliteration:

Wal-Fajr (QS. al-Fajr:1)

English Sahih International:

By the dawn (QS. Al-Fajr, Ayah ১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

ঊষার শপথ, (আল ফজর, আয়াত ১)

Tafsir Ahsanul Bayaan

শপথ ফজরের। [১]

[১] এর দ্বারা সাধারণ ফজর বোঝান হয়েছে। কোন নির্দিষ্ট দিনের ফজর উদ্দেশ্য নয়।

Tafsir Abu Bakr Zakaria

শপথ ফজরের [১],

সূরা সম্পর্কিত তথ্যঃ

হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মু‘আয রাদিয়াল্লাহু ‘আনহুকে বলেছেন, মু‘আয তুমি কেন সূরা ‘সাব্বিবহিসমা রাব্বিকাল আ‘লা’, ‘ওয়াস শামছি ওয়া দুহাহা’, ‘ওয়াল ফাজর’ আর ‘ওয়াললাইলি ইযা ইয়াগশা’ দিয়ে সালাত পড়ো না? [সুনানুল কুবরা লিন নাসায়ী; ১১৬৭৩]

------------------

[১] শপথের পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে ফজর অর্থাৎ সোবহে-সাদেকের সময়, যা ঊষা নামে খ্যাত। এখানে কোন ‘ফজর’ উদ্দেশ্য নেয়া হয়েছে এ ব্যাপারে কয়েকটি মত রয়েছে। এক. প্রত্যেক দিনের প্রভাতকাল উদ্দেশ্য। কারণ, প্রভাতকাল বিশ্বে এক মহাবিপ্লব আনয়ন করে এবং আল্লাহ্ তা‘আলার অপার কুদরতের দিকে পথ প্রদর্শন করে। দুই. এখানে বিশেষ দিনের প্রভাতকাল বোঝানা হয়েছে। সে হিসেবে কারো কারো মতে এর দ্বারা মহররম মাসের প্রথম তারিখের প্রভাতকাল উদ্দেশ্য; কারণ এ দিনটি ইসলামী চান্দ্র বছরের সূচনা। কেউ কেউ এর অর্থ নিয়েছেন, যিলহজ্ব মাসের দশম তারিখের প্রভাতকাল। [ফাতহুল কাদীর]

Tafsir Bayaan Foundation

কসম ভোরবেলার।

Muhiuddin Khan

শপথ ফজরের,

Zohurul Hoque

ভাবো ভোরবেলার কথা,