১
২
وَلَيَالٍ عَشْرٍۙ ٢
- walayālin
- وَلَيَالٍ
- শপথ রাতের
- ʿashrin
- عَشْرٍ
- দশ
(জিলহাজ্জ মাসের প্রথম) দশ রাতের শপথ, ([৮৯] আল ফজর: ২)ব্যাখ্যা
৩
وَّالشَّفْعِ وَالْوَتْرِۙ ٣
- wal-shafʿi
- وَٱلشَّفْعِ
- শপথ জোড়ের
- wal-watri
- وَٱلْوَتْرِ
- ও বেজোড়ের
জোড় ও বেজোড়ের শপথ, ([৮৯] আল ফজর: ৩)ব্যাখ্যা
৪
وَالَّيْلِ اِذَا يَسْرِۚ ٤
- wa-al-layli
- وَٱلَّيْلِ
- শপথ রাতের
- idhā
- إِذَا
- যখন
- yasri
- يَسْرِ
- তা যেতে থাকে
আর রাতের শপথ যখন তা গত হতে থাকে, ([৮৯] আল ফজর: ৪)ব্যাখ্যা
৫
هَلْ فِيْ ذٰلِكَ قَسَمٌ لِّذِيْ حِجْرٍۗ ٥
- hal
- هَلْ
- কি
- fī
- فِى
- মধ্যে (আছে)
- dhālika
- ذَٰلِكَ
- এর
- qasamun
- قَسَمٌ
- কোনো শপথ (কোনো প্রমাণ)
- lidhī
- لِّذِى
- সম্পন্ন ব্যক্তির জন্য
- ḥij'rin
- حِجْرٍ
- বোধশক্তি
অবশ্যই এতে জ্ঞানী ব্যক্তির জন্য শপথ আছে। ([৮৯] আল ফজর: ৫)ব্যাখ্যা
৬
اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍۖ ٦
- alam
- أَلَمْ
- নি কি
- tara
- تَرَ
- তুমি দেখ
- kayfa
- كَيْفَ
- কেমন
- faʿala
- فَعَلَ
- করেছেন
- rabbuka
- رَبُّكَ
- তোমার রব
- biʿādin
- بِعَادٍ
- আ'দ বংশের সাথে
তুমি কি দেখনি তোমার প্রতিপালক ‘আদ জাতির সঙ্গে কী ব্যবহার করেছিলেন? ([৮৯] আল ফজর: ৬)ব্যাখ্যা
৭
اِرَمَ ذَاتِ الْعِمَادِۖ ٧
- irama
- إِرَمَ
- ইরাম গোত্রের (প্রতি)
- dhāti
- ذَاتِ
- অধিকারী (ছিল)
- l-ʿimādi
- ٱلْعِمَادِ
- সুউচ্চ প্রাসাদের
উচ্চ স্তম্ভ নির্মাণকারী ইরাম গোত্রের প্রতি? ([৮৯] আল ফজর: ৭)ব্যাখ্যা
৮
الَّتِيْ لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى الْبِلَادِۖ ٨
- allatī
- ٱلَّتِى
- যা (এমন ছিল যে)
- lam
- لَمْ
- নি
- yukh'laq
- يُخْلَقْ
- নির্মিত হয়
- mith'luhā
- مِثْلُهَا
- তার সমতুল্য (কোন জাতি)
- fī
- فِى
- হতে
- l-bilādi
- ٱلْبِلَٰدِ
- দেশ সমূহে
যার সমতুল্য অন্য কোন দেশে নির্মিত হয়নি। ([৮৯] আল ফজর: ৮)ব্যাখ্যা
৯
وَثَمُوْدَ الَّذِيْنَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِۖ ٩
- wathamūda
- وَثَمُودَ
- এবং (কেমন করেছেন সামূদদের সাথে)
- alladhīna
- ٱلَّذِينَ
- যারা
- jābū
- جَابُوا۟
- কেটেছিল
- l-ṣakhra
- ٱلصَّخْرَ
- পাথর (ভূমি সমূহ)
- bil-wādi
- بِٱلْوَادِ
- উপত্যকার
এবং সামূদের প্রতি যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল? ([৮৯] আল ফজর: ৯)ব্যাখ্যা
১০
وَفِرْعَوْنَ ذِى الْاَوْتَادِۖ ١٠
- wafir'ʿawna
- وَفِرْعَوْنَ
- এবং (কেমন করেছেন) ফিরআউনের সাথে
- dhī
- ذِى
- (যে ছিল) অধিপতি
- l-awtādi
- ٱلْأَوْتَادِ
- কীলকসমূহের (সৈন্য শিবিরের)
এবং (সেনা ছাউনী স্থাপনের কাজে ব্যবহৃত) কীলক-এর অধিপতি ফেরাউনের প্রতি? ([৮৯] আল ফজর: ১০)ব্যাখ্যা