Skip to content

কুরআন মজীদ সূরা আল গাশিয়াহ আয়াত ৯

Qur'an Surah Al-Ghashiyah Verse 9

আল গাশিয়াহ [৮৮]: ৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

لِّسَعْيِهَا رَاضِيَةٌ ۙ (الغاشية : ٨٨)

lisaʿyihā
لِّسَعْيِهَا
With their effort
তার প্রচেষ্টার জন্যে
rāḍiyatun
رَاضِيَةٌ
satisfied
পরিতৃপ্ত হবে

Transliteration:

Lisa'yihaa raadiyah (QS. al-Ghāšiyah:9)

English Sahih International:

With their effort [they are] satisfied (QS. Al-Ghashiyah, Ayah ৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

নিজেদের চেষ্টা-সাধনার জন্য সন্তুষ্ট। (আল গাশিয়াহ, আয়াত ৯)

Tafsir Ahsanul Bayaan

নিজেদের কর্মসাফল্যে পরিতুষ্ট।

Tafsir Abu Bakr Zakaria

নিজেদের কাজের সাফল্যে পরিতৃপ্ত [১],

[১] অর্থাৎ দুনিয়ায় তারা যেসব প্রচেষ্টা চালিয়ে ও কাজ করে এসেছে আখেরাতে তার চমৎকার ফল দেখে তারা আনন্দিত হবে। [ফাতহুল কাদীর] এটা তাদের প্রচেষ্টার কারণেই সম্ভব হয়েছে। [ইবন কাসীর]

Tafsir Bayaan Foundation

নিজদের চেষ্টা সাধনায় সন্তুষ্ট।

Muhiuddin Khan

তাদের কর্মের কারণে সন্তুষ্ট।

Zohurul Hoque

তাদের প্রচেষ্টার জন্য পরিতৃপ্ত,