Skip to content

কুরআন মজীদ সূরা আল গাশিয়াহ আয়াত ৭

Qur'an Surah Al-Ghashiyah Verse 7

আল গাশিয়াহ [৮৮]: ৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

لَّا يُسْمِنُ وَلَا يُغْنِيْ مِنْ جُوْعٍۗ (الغاشية : ٨٨)

لَّا
Not
না
yus'minu
يُسْمِنُ
it nourishes
পুষ্ট করবে (তা)
walā
وَلَا
and not
আর না
yugh'nī
يُغْنِى
it avails
মেটাবে
min
مِن
against
থেকে
jūʿin
جُوعٍ
hunger
ক্ষুধা

Transliteration:

Laa yusminu wa laa yughnee min joo' (QS. al-Ghāšiyah:7)

English Sahih International:

Which neither nourishes nor avails against hunger. (QS. Al-Ghashiyah, Ayah ৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যা পুষ্টিসাধন করবে না, আর ক্ষুধাও মিটাবে না। (আল গাশিয়াহ, আয়াত ৭)

Tafsir Ahsanul Bayaan

যা পুষ্ট করে না এবং ক্ষুধাও নিবারণ করে না।

Tafsir Abu Bakr Zakaria

যা তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধা নিবৃত্ত করবে না।

Tafsir Bayaan Foundation

তা মোটা-তাজাও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না।

Muhiuddin Khan

এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।

Zohurul Hoque

তাদের নাদুসনুদুস বানাবে না এবং ক্ষুধাও মেটাবে না।