Skip to content

কুরআন মজীদ সূরা আল গাশিয়াহ আয়াত ২৫

Qur'an Surah Al-Ghashiyah Verse 25

আল গাশিয়াহ [৮৮]: ২৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اِنَّ اِلَيْنَآ اِيَابَهُمْ (الغاشية : ٨٨)

inna
إِنَّ
Indeed
নিশ্চয়ই
ilaynā
إِلَيْنَآ
to Us
আমাদের দিকে
iyābahum
إِيَابَهُمْ
(will be) their return
তাদের প্রত্যাবর্তন হবে

Transliteration:

Innaa ilainaaa iyaabahum (QS. al-Ghāšiyah:25)

English Sahih International:

Indeed, to Us is their return. (QS. Al-Ghashiyah, Ayah ২৫)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। (আল গাশিয়াহ, আয়াত ২৫)

Tafsir Ahsanul Bayaan

নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমারই নিকট।

Tafsir Abu Bakr Zakaria

নিশ্চয় তাদের ফিরে আসা আমাদেরই কাছে;

Tafsir Bayaan Foundation

নিশ্চয় আমারই নিকট তাদের প্রত্যাবর্তন।

Muhiuddin Khan

নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,

Zohurul Hoque

নিঃসন্দেহ আমাদের কাছেই তাদের প্রত্যাবর্তন,