কুরআন মজীদ সূরা আল গাশিয়াহ আয়াত ১৩
Qur'an Surah Al-Ghashiyah Verse 13
আল গাশিয়াহ [৮৮]: ১৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
فِيْهَا سُرُرٌ مَّرْفُوْعَةٌ ۙ (الغاشية : ٨٨)
- fīhā
- فِيهَا
- Therein
- তার মধ্যে (থাকবে)
- sururun
- سُرُرٌ
- (will be) thrones
- আসন সমূহ
- marfūʿatun
- مَّرْفُوعَةٌ
- raised high
- সুউচ্চ
Transliteration:
Feehaa sururum marfoo'ah(QS. al-Ghāšiyah:13)
English Sahih International:
Within it are couches raised high . (QS. Al-Ghashiyah, Ayah ১৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
সেখানে থাকবে উন্নত মর্যাদাসম্পন্ন আসন, (আল গাশিয়াহ, আয়াত ১৩)
Tafsir Ahsanul Bayaan
সেখানে রয়েছে সমুচ্চ বহু খাট-পালঙ্ক।
Tafsir Abu Bakr Zakaria
সেখানে থাকবে উন্নত [১] শয্যাসমূহ,
[১] এ উন্নত অবস্থা সার্বিক দিকেই হবে। এ সমস্ত শয্যা অবস্থান, মর্যাদা ও স্থান সবদিক থেকেই উন্নত। সাধারণত মানুষ এ ধরনের শয্যা পছন্দ করে থাকে। আল্লাহ্র বন্ধুরা যখন এ সমস্ত শয্যায় বসতে চাইবে, তখনি সেগুলো তাদের জন্য নিচু হয়ে আসবে। [ইবন কাসীর]
Tafsir Bayaan Foundation
সেখানে থাকবে সুউচ্চ আসনসমূহ।
Muhiuddin Khan
তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।
Zohurul Hoque
সেখানে আছে উঁচু সিংহাসন,