Skip to content

কুরআন মজীদ সূরা আল গাশিয়াহ আয়াত ১

Qur'an Surah Al-Ghashiyah Verse 1

আল গাশিয়াহ [৮৮]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

هَلْ اَتٰىكَ حَدِيْثُ الْغَاشِيَةِۗ (الغاشية : ٨٨)

hal
هَلْ
Has
কি
atāka
أَتَىٰكَ
(there) come to you
তোমার কাছে পৌঁছেছে
ḥadīthu
حَدِيثُ
(the) news
সংবাদ
l-ghāshiyati
ٱلْغَٰشِيَةِ
(of) the Overwhelming?
আচ্ছন্নকারী (ক্বিয়ামাতের)

Transliteration:

Hal ataaka hadeesul ghaashiyah (QS. al-Ghāšiyah:1)

English Sahih International:

Has there reached you the report of the Overwhelming [event]? (QS. Al-Ghashiyah, Ayah ১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

(সব কিছুকে) আচ্ছন্নকারী কিয়ামাতের খবর তোমার কাছে পৌঁছেছে কি? (আল গাশিয়াহ, আয়াত ১)

Tafsir Ahsanul Bayaan

তোমার কাছে কি সমাচ্ছন্নকারী (কিয়ামতে)র সংবাদ এসেছে? [১]

[১] هَل শব্দটি قَد শব্দের অর্থে ব্যবহার হয়েছে। (অর্থাৎ, অবশ্যই তোমার কাছে সমাচ্ছন্নকারী কিয়ামতের সংবাদ এসেছে।) غاشِيَة (সমাচ্ছন্নকারী) বলে কিয়ামতকে বোঝানো হয়েছে। এই জন্য যে, তার ভয়াবহতা সারা সৃষ্টিকে সমাচ্ছন্ন করে ফেলবে।

Tafsir Abu Bakr Zakaria

আপনার কাছে কি আচ্ছন্নকারীর (কিয়ামতের) সংবাদ এসেছে?

সূরা সম্পর্কিত তথ্যঃ

‘গাশিয়াহ’ বলে কিয়ামতকে বোঝানো হয়েছে। এটি কিয়ামতেরই একটি নাম। [ইবন কাসীর] এর আক্ষরিক অনুবাদ হচ্ছে, ‘আচ্ছন্নকারী’। অর্থাৎ যে বিপদটা সারা সৃষ্টিকুলকে আচ্ছন্ন করে ফেলবে। [ফাতহুল কাদীর] সেদিনের ঘটনা মানুষের যাবতীয় দুঃখকে যেমন আচ্ছন্ন করে ফেলবে, তেমনি যাবতীয় আনন্দকে মাটি করে দিয়ে চিন্তাক্লিষ্ট করে দিবে। কোন কোন মুফাসসির ‘গাশিয়াহ’ এর অনুবাদ করেছেন জাহান্নামের আগুন। কেননা, জাহান্নামের আগুন সবকিছুকে আচ্ছন্ন করে রাখবে। তার প্রতাপে সবকিছু ঢেকে যাবে। অন্য আয়াতে বলা হয়েছে, وَّتَغْشٰى وُجُوْ هَهُمْ النَّارُ “আর আগুন আচ্ছন্ন করবে তাদের মুখমন্ডল” [সূরা ইবরাহীম; ৫০] আবার কোন কোন মুফাসসিরের মতে, ‘গাশিয়াহ’ বলে জাহান্নামাবাসীদের বোঝানো হয়েছে। কারণ, তারা জাহান্নামকে আচ্ছন্ন করে রাখবে। সেখানে যেতে ও আযাব ভোগ করতে তাদের বাধ্য করা হবে। তন্মধ্যে প্রথম অর্থটি সবচেয়ে বেশী প্ৰসিদ্ধ। [ফাতহুল কাদীর]

Tafsir Bayaan Foundation

কিয়ামতের সংবাদ কি তোমার কাছে এসেছে?

Muhiuddin Khan

আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?

Zohurul Hoque

তোমার কাছে কি বিহবলকর ঘটনার সংবাদ পৌঁছেছে?