Skip to content

কুরআন মজীদ সূরা আল আ'লা আয়াত ৫

Qur'an Surah Al-A'la Verse 5

আল আ'লা [৮৭]: ৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَجَعَلَهٗ غُثَاۤءً اَحْوٰىۖ (الأعلى : ٨٧)

fajaʿalahu
فَجَعَلَهُۥ
And then made it
অতঃপর তা পরিণত করেছেন
ghuthāan
غُثَآءً
stubble
আবর্জনায়
aḥwā
أَحْوَىٰ
dark
কালো

Transliteration:

Faja'alahoo ghusaaa'an ahwaa (QS. al-ʾAʿlā:5)

English Sahih International:

And [then] makes it black stubble. (QS. Al-A'la, Ayah ৫)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর তাকে কাল আবর্জনায় পরিণত করেছেন। (আল আ'লা, আয়াত ৫)

Tafsir Ahsanul Bayaan

পরে ওকে শুষ্ক খড়-কুটায় পরিণত করেছেন। [১]

[১] ঘাস শুকিয়ে গেলে তাকে غُثاء বলা হয়। أحوَى শব্দের অর্থ হল কালো করে দিয়েছেন। অর্থাৎ, তাজা-সবুজ ঘাসকে শুকিয়ে কালো করে দিয়েছেন।

Tafsir Abu Bakr Zakaria

পরে তা ধূসর আবর্জনায় পরিণত করেন।

Tafsir Bayaan Foundation

তারপর তা কালো খড়-কুটায় পরিণত করেন।

Muhiuddin Khan

অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।

Zohurul Hoque

তারপর তাকে শুকিয়ে পাঁশুটে বানিয়ে ফেলেন।