কুরআন মজীদ সূরা আল আ'লা আয়াত ১৯
Qur'an Surah Al-A'la Verse 19
আল আ'লা [৮৭]: ১৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
صُحُفِ اِبْرٰهِيْمَ وَمُوْسٰى ࣖ (الأعلى : ٨٧)
- ṣuḥufi
- صُحُفِ
- (The) Scriptures
- সহীফাসমূহে
- ib'rāhīma
- إِبْرَٰهِيمَ
- (of) Ibrahim
- ইব্রাহীমের
- wamūsā
- وَمُوسَىٰ
- and Musa
- ও মূসার
Transliteration:
Suhufi Ibraaheema wa Moosaa(QS. al-ʾAʿlā:19)
English Sahih International:
The scriptures of Abraham and Moses. (QS. Al-A'la, Ayah ১৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
ইবরাহীম ও মূসার কিতাবে। (আল আ'লা, আয়াত ১৯)
Tafsir Ahsanul Bayaan
ইব্রাহীম ও মূসার গ্রন্থসমূহে।
Tafsir Abu Bakr Zakaria
ইব্রাহীম ও মূসার সহীফাসমূহে [১]।
[১] অর্থাৎ এই সূরার সব বিষয়বস্তু অথবা সর্বশেষ বিষয়বস্তু (আখেরাত উৎকৃষ্ট ও চিরস্থায়ী হওয়া) পূর্ববর্তী ইব্রাহীম ও মূসা আলাইহিস্ সালাম-এর সহীফাসমূহে লিখিত আছে। [ইবন কাসীর]
Tafsir Bayaan Foundation
ইবরাহীম ও মূসার সহীফাসমূহে।
Muhiuddin Khan
ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।
Zohurul Hoque
ইব্রাহীম ও মূসার ধর্মগ্রন্থে।