কুরআন মজীদ সূরা আল আ'লা আয়াত ১৮
Qur'an Surah Al-A'la Verse 18
আল আ'লা [৮৭]: ১৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اِنَّ هٰذَا لَفِى الصُّحُفِ الْاُوْلٰىۙ (الأعلى : ٨٧)
- inna
- إِنَّ
- Indeed
- নিশ্চয়ই
- hādhā
- هَٰذَا
- this
- এটা (ছিল)
- lafī
- لَفِى
- surely (is) in
- অবশ্যই মধ্যে
- l-ṣuḥufi
- ٱلصُّحُفِ
- the Scriptures
- সহীফাসমূহের
- l-ūlā
- ٱلْأُولَىٰ
- [the] former
- পূর্ববর্তী
Transliteration:
Inna haazaa lafis suhu fil oolaa(QS. al-ʾAʿlā:18)
English Sahih International:
Indeed, this is in the former scriptures, (QS. Al-A'la, Ayah ১৮)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আগের কিতাবগুলোতে এ কথা (লিপিবদ্ধ) আছে, (আল আ'লা, আয়াত ১৮)
Tafsir Ahsanul Bayaan
নিশ্চয়ই এটা পূর্ববর্তী গ্রন্থসমূহে (বিদ্যমান) আছে।
Tafsir Abu Bakr Zakaria
নিশ্চয় এটা আছে পূর্ববর্তী সহীফাসমূহে---
Tafsir Bayaan Foundation
নিশ্চয় এটা আছে পূর্ববর্তী সহীফাসমূহে।
Muhiuddin Khan
এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;
Zohurul Hoque
নিঃসন্দেহ এইসব আছে পূর্ববর্তী ধর্মগ্রন্থে --