Skip to content

সূরা আল আ'লা - Page: 2

Al-A'la

(al-ʾAʿlā)

১১

وَيَتَجَنَّبُهَا الْاَشْقَىۙ ١١

wayatajannabuhā
وَيَتَجَنَّبُهَا
আর তা পাশ কাটাবে/ উপেক্ষা করবে
l-ashqā
ٱلْأَشْقَى
নিতান্তই হতভাগা
আর তা উপেক্ষা করবে যে চরম হতভাগা। ([৮৭] আল আ'লা: ১১)
ব্যাখ্যা
১২

الَّذِيْ يَصْلَى النَّارَ الْكُبْرٰىۚ ١٢

alladhī
ٱلَّذِى
যে
yaṣlā
يَصْلَى
প্রবেশ করবে
l-nāra
ٱلنَّارَ
আগুনে
l-kub'rā
ٱلْكُبْرَىٰ
ভয়াবহ
যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে। ([৮৭] আল আ'লা: ১২)
ব্যাখ্যা
১৩

ثُمَّ لَا يَمُوْتُ فِيْهَا وَلَا يَحْيٰىۗ ١٣

thumma
ثُمَّ
অতঃপর
لَا
না
yamūtu
يَمُوتُ
সে মরবে
fīhā
فِيهَا
তার মধ্যে
walā
وَلَا
আর না
yaḥyā
يَحْيَىٰ
বাঁচবে
অতঃপর সেখানে সে না (মরার মত) মরবে, আর না (বাঁচার মত) বাঁচবে। ([৮৭] আল আ'লা: ১৩)
ব্যাখ্যা
১৪

قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰىۙ ١٤

qad
قَدْ
নিশ্চয়ই
aflaḥa
أَفْلَحَ
সে সাফল্য পেলো
man
مَن
যে
tazakkā
تَزَكَّىٰ
পবিত্র হলো
সাফল্য লাভ করবে সে যে নিজেকে পরিশুদ্ধ করে, ([৮৭] আল আ'লা: ১৪)
ব্যাখ্যা
১৫

وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰىۗ ١٥

wadhakara
وَذَكَرَ
স্মরণ করল
is'ma
ٱسْمَ
নাম
rabbihi
رَبِّهِۦ
তার রবের
faṣallā
فَصَلَّىٰ
অতঃপর সে সালাত পড়ল
আর তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামায কায়েম করে। ([৮৭] আল আ'লা: ১৫)
ব্যাখ্যা
১৬

بَلْ تُؤْثِرُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَاۖ ١٦

bal
بَلْ
বরং
tu'thirūna
تُؤْثِرُونَ
তোমরা প্রাধান্য দাও
l-ḥayata
ٱلْحَيَوٰةَ
জীবনকে
l-dun'yā
ٱلدُّنْيَا
দুনিয়ার/ পার্থিব
কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও, ([৮৭] আল আ'লা: ১৬)
ব্যাখ্যা
১৭

وَالْاٰخِرَةُ خَيْرٌ وَّاَبْقٰىۗ ١٧

wal-ākhiratu
وَٱلْءَاخِرَةُ
অথচ পরকাল
khayrun
خَيْرٌ
উত্তম
wa-abqā
وَأَبْقَىٰٓ
ও স্থায়ী
অথচ আখিরাতই অধিক উৎকৃষ্ট ও স্থায়ী। ([৮৭] আল আ'লা: ১৭)
ব্যাখ্যা
১৮

اِنَّ هٰذَا لَفِى الصُّحُفِ الْاُوْلٰىۙ ١٨

inna
إِنَّ
নিশ্চয়ই
hādhā
هَٰذَا
এটা (ছিল)
lafī
لَفِى
অবশ্যই মধ্যে
l-ṣuḥufi
ٱلصُّحُفِ
সহীফাসমূহের
l-ūlā
ٱلْأُولَىٰ
পূর্ববর্তী
আগের কিতাবগুলোতে এ কথা (লিপিবদ্ধ) আছে, ([৮৭] আল আ'লা: ১৮)
ব্যাখ্যা
১৯

صُحُفِ اِبْرٰهِيْمَ وَمُوْسٰى ࣖ ١٩

ṣuḥufi
صُحُفِ
সহীফাসমূহে
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
ইব্রাহীমের
wamūsā
وَمُوسَىٰ
ও মূসার
ইবরাহীম ও মূসার কিতাবে। ([৮৭] আল আ'লা: ১৯)
ব্যাখ্যা