কুরআন মজীদ সূরা আত্ব-তারিক্ব আয়াত ৯
Qur'an Surah At-Tariq Verse 9
আত্ব-তারিক্ব [৮৬]: ৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
يَوْمَ تُبْلَى السَّرَاۤىِٕرُۙ (الطارق : ٨٦)
- yawma
- يَوْمَ
- (The) Day
- সেদিন
- tub'lā
- تُبْلَى
- will be tested
- পরীক্ষা করা হবে
- l-sarāiru
- ٱلسَّرَآئِرُ
- the secrets
- গোপন বিষয়াবলী
Transliteration:
Yawma tublas saraaa'ir(QS. aṭ-Ṭāriq̈:9)
English Sahih International:
The Day when secrets will be put on trial, (QS. At-Tariq, Ayah ৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যেদিন (কাজকর্ম আকীদা বিশ্বাস ও নিয়্যাত সম্পর্কিত) গোপন বিষয়াদি যাচাই পরখ করা হবে। (আত্ব-তারিক্ব, আয়াত ৯)
Tafsir Ahsanul Bayaan
যেদিন গোপন বিষয়সমূহ পরীক্ষিত হবে। [১]
[১] অর্থাৎ, প্রকাশ পেয়ে যাবে। কেননা, তার উপরেই প্রতিদান ও শাস্তি দেওয়া হবে। বরং হাদীসে এসেছে যে, "প্রত্যেক বিশ্বাসঘাতকের পাছায় পতাকা গেড়ে দেওয়া হবে এবং ঘোষণা করা হবে, এই হল অমুকের বেটা অমুকের বিশ্বাসঘাতকতা।" (সহীহ বুখারী জিযিয়া অধ্যায় বিশ্বাসঘাতকের পাপ পরিচ্ছেদ, মুসলিম জিহাদ অধ্যায় বিশ্বাসঘাতকতা হারাম পরিচ্ছেদ) মোট কথা এই যে, কারো কোন আমল গোপন থাকবে না সেদিন।
Tafsir Abu Bakr Zakaria
যেদিন গোপন বিষয় পরীক্ষিত হবে [১]
[১] গোপন রহস্য বলতে মানুষের যেসব বিশ্বাস ও সংকল্প অন্তরে লুক্কায়িত ছিল, দুনিয়াতে কেউ জানতনা এবং যেসব কাজকর্ম সে গোপনে করেছিল, কেয়ামতের দিন সে সবগুলোই পরীক্ষিত হবে। বা প্ৰকাশ করে দেয়া হবে। অর্থাৎ তাদের আমলনামা পেশ করা হবে, আর তখন ভাল-মন্দ, উত্তম-অনুত্তম সবই স্পষ্ট হয়ে যাবে। [ফাতহুল কাদীর] আবদুল্লাহ্ ইবনে ওমর রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “কেয়ামতের দিন প্ৰত্যেক গাদ্দারের পিছনে একটি পতাকা লাগানো হবে যাতে থাকবে, এটা অমুকের পুত্ৰ অমুকের গাদ্দারী” [বুখারী; ৬১৭৮, মুসলিম; ১৭৩৫] সুতরাং সেদিন মানুষের সব গোপন ভেদ খুলে যাবে। প্রত্যেক ভাল-মন্দ বিশ্বাস ও কর্মের আলামত মানুষের মুখমণ্ডলে শোভা পাবে।
Tafsir Bayaan Foundation
যে দিন গোপন বিষয়াদি পরীক্ষা করা হবে।
Muhiuddin Khan
যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,
Zohurul Hoque
সেইদিন লুকোনো সব-কিছুকে প্রকাশ করা হবে;