Skip to content

কুরআন মজীদ সূরা আত্ব-তারিক্ব আয়াত ২

Qur'an Surah At-Tariq Verse 2

আত্ব-তারিক্ব [৮৬]: ২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَمَآ اَدْرٰىكَ مَا الطَّارِقُۙ (الطارق : ٨٦)

wamā
وَمَآ
And what
এবং কিসে
adrāka
أَدْرَىٰكَ
can make you know
তোমাকে জানাবে
مَا
what
কি সেই
l-ṭāriqu
ٱلطَّارِقُ
the night comer (is)?
রাতে আত্মপ্রকাশকারী

Transliteration:

Wa maaa adraaka mattaariq (QS. aṭ-Ṭāriq̈:2)

English Sahih International:

And what can make you know what is the night comer? (QS. At-Tariq, Ayah ২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তুমি কি জান যা রাতে আসে তা কী? (আত্ব-তারিক্ব, আয়াত ২)

Tafsir Ahsanul Bayaan

কিসে তোমাকে জানাল, রাত্রিতে যা আবির্ভূত হয় তা কি?

Tafsir Abu Bakr Zakaria

আর কিসে আপনাকে জানাবে ‘রাতে যা আবির্ভূত হয়’ তা কী?

Tafsir Bayaan Foundation

আর কিসে তোমাকে জানাবে রাতে আগমনকারী কী?

Muhiuddin Khan

আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?

Zohurul Hoque

আর কী তোমাকে বুঝতে দেবে কে সেই রাতের আগন্তুক?