কুরআন মজীদ সূরা আত্ব-তারিক্ব আয়াত ১
Qur'an Surah At-Tariq Verse 1
আত্ব-তারিক্ব [৮৬]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَالسَّمَاۤءِ وَالطَّارِقِۙ (الطارق : ٨٦)
- wal-samāi
- وَٱلسَّمَآءِ
- By the sky
- শপথ আকাশের
- wal-ṭāriqi
- وَٱلطَّارِقِ
- and the night comer
- এবং রাত্রে আত্মপ্রকাশকারী (নক্ষত্রের)
Transliteration:
Wassamaaa'i wattaariq(QS. aṭ-Ṭāriq̈:1)
English Sahih International:
By the sky and the night comer . (QS. At-Tariq, Ayah ১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
শপথ আসমানের আর যা রাতে আসে তার, (আত্ব-তারিক্ব, আয়াত ১)
Tafsir Ahsanul Bayaan
শপথ আকাশের এবং রাত্রিতে যা আবির্ভূত হয় তার।
Tafsir Abu Bakr Zakaria
শপথ আসমানের এবং রাতে যা আবির্ভূত হয় তার;
Tafsir Bayaan Foundation
কসম আসমানের ও রাতে আগমনকারীর।
Muhiuddin Khan
শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।
Zohurul Hoque
ভাবো আকাশের ও রাতের আগন্তুকের কথা!