Skip to content

সূরা আত্ব-তারিক্ব - Page: 2

At-Tariq

(aṭ-Ṭāriq̈)

১১

وَالسَّمَاۤءِ ذَاتِ الرَّجْعِۙ ١١

wal-samāi
وَٱلسَّمَآءِ
শপথ আকাশের
dhāti
ذَاتِ
ধারণকারী
l-rajʿi
ٱلرَّجْعِ
বৃষ্টির
ঘুরে ঘুরে আসা বৃষ্টিবাহী আকাশের শপথ, ([৮৬] আত্ব-তারিক্ব: ১১)
ব্যাখ্যা
১২

وَالْاَرْضِ ذَاتِ الصَّدْعِۙ ١٢

wal-arḍi
وَٱلْأَرْضِ
শপথ পৃথিবীর (যা)
dhāti
ذَاتِ
বিশিষ্ট
l-ṣadʿi
ٱلصَّدْعِ
বিদীর্ণ (বক্ষ)
এবং গাছপালার চারা গজানোর সময় বক্ষ দীর্ণকারী যমীনের শপথ, (বৃষ্টিপাতের মাধ্যমে বৃক্ষলতার উৎপাদন যেমন অকাট্য সত্য, তেমনি কুরআন যা ঘোষণা করে তাও অকাট্য সত্য) ([৮৬] আত্ব-তারিক্ব: ১২)
ব্যাখ্যা
১৩

اِنَّهٗ لَقَوْلٌ فَصْلٌۙ ١٣

innahu
إِنَّهُۥ
নিশ্চয় তা
laqawlun
لَقَوْلٌ
অবশ্যই বাণী
faṣlun
فَصْلٌ
মীমাংসাকারী
কুরআন (সত্য-মিথ্যার পার্থক্যকারী) চূড়ান্ত সিদ্ধান্তকারী বাণী, ([৮৬] আত্ব-তারিক্ব: ১৩)
ব্যাখ্যা
১৪

وَّمَا هُوَ بِالْهَزْلِۗ ١٤

wamā
وَمَا
এবং না
huwa
هُوَ
তা
bil-hazli
بِٱلْهَزْلِ
হাসি-ঠাট্টার কথা
এবং তা কোন হাসি-ঠাট্টামূলক কথা নয়। ([৮৬] আত্ব-তারিক্ব: ১৪)
ব্যাখ্যা
১৫

اِنَّهُمْ يَكِيْدُوْنَ كَيْدًاۙ ١٥

innahum
إِنَّهُمْ
নিশ্চয়ই তারা
yakīdūna
يَكِيدُونَ
ষড়যন্ত্র করছে
kaydan
كَيْدًا
ভীষণ ষড়যন্ত্র
এবং তারা (সত্যের বিরুদ্ধে) ষড়যন্ত্র করছে, ([৮৬] আত্ব-তারিক্ব: ১৫)
ব্যাখ্যা
১৬

وَّاَكِيْدُ كَيْدًاۖ ١٦

wa-akīdu
وَأَكِيدُ
এবং আমি কৌশল করছি
kaydan
كَيْدًا
ভীষণ কৌশল
আর আমিও (তাদের অন্যায় ধ্বংসাত্মক ষড়যন্ত্র ভন্ডুল করার) কৌশল করছি। ([৮৬] আত্ব-তারিক্ব: ১৬)
ব্যাখ্যা
১৭

فَمَهِّلِ الْكٰفِرِيْنَ اَمْهِلْهُمْ رُوَيْدًا ࣖ ١٧

famahhili
فَمَهِّلِ
তাই অবকাশ দাও
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
কাফেরদেরকে
amhil'hum
أَمْهِلْهُمْ
তাদের অবকাশ দাও
ruwaydan
رُوَيْدًۢا
কিছুক্ষণের
কাজেই (এই ষড়যন্ত্রকারী) কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও। ([৮৬] আত্ব-তারিক্ব: ১৭)
ব্যাখ্যা