Skip to content

কুরআন মজীদ সূরা আল বুরূজ আয়াত ৬

Qur'an Surah Al-Buruj Verse 6

আল বুরূজ [৮৫]: ৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اِذْ هُمْ عَلَيْهَا قُعُوْدٌۙ (البروج : ٨٥)

idh
إِذْ
When
যখন
hum
هُمْ
they
তারা (ছিল)
ʿalayhā
عَلَيْهَا
by it
তার পাশে
quʿūdun
قُعُودٌ
(were) sitting
উপবিষ্ট

Transliteration:

Iz hum 'alaihaa qu'ood (QS. al-Burūj:6)

English Sahih International:

When they were sitting near it. (QS. Al-Buruj, Ayah ৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যখন তারা গর্তের কিনারায় বসে ছিল (আল বুরূজ, আয়াত ৬)

Tafsir Ahsanul Bayaan

যখন তারা তার কিনারায় বসেছিল। [১]

[১] কাফের বাদশাহ অথবা তাদের ভারপ্রাপ্ত কর্মচারীরা আগুনের কিনারায় বসে ঈমানদার পোড়ার তামাশা দেখছিল। যেমন, পরবর্তী আয়াতে তা বর্ণিত হয়েছে।

Tafsir Abu Bakr Zakaria

যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল;

Tafsir Bayaan Foundation

যখন তারা তার কিনারায় উপবিষ্ট ছিল।

Muhiuddin Khan

যখন তারা তার কিনারায় বসেছিল।

Zohurul Hoque

দেখো! তারা এর কিনারা বসে থাকত,