কুরআন মজীদ সূরা আল বুরূজ আয়াত ২
Qur'an Surah Al-Buruj Verse 2
আল বুরূজ [৮৫]: ২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَالْيَوْمِ الْمَوْعُوْدِۙ (البروج : ٨٥)
- wal-yawmi
- وَٱلْيَوْمِ
- And the Day
- এবং দিনের
- l-mawʿūdi
- ٱلْمَوْعُودِ
- Promised
- প্রতিশ্রুত
Transliteration:
Wal yawmil maw'ood(QS. al-Burūj:2)
English Sahih International:
And [by] the promised Day (QS. Al-Buruj, Ayah ২)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আর সেদিনের যার ও‘য়াদা করা হয়েছে, (আল বুরূজ, আয়াত ২)
Tafsir Ahsanul Bayaan
শপথ প্রতিশ্রুত দিবসের। [১]
[১] সকলের মতেই এর উদ্দেশ্য হল কিয়ামত দিবস।
Tafsir Abu Bakr Zakaria
আর প্রতিশ্রুত দিনের,
Tafsir Bayaan Foundation
আর ওয়াদাকৃত দিনের কসম,
Muhiuddin Khan
এবং প্রতিশ্রুত দিবসের,
Zohurul Hoque
আর সেই অঙ্গীকার করা দিনের কথা,