কুরআন মজীদ সূরা আল বুরূজ আয়াত ১৯
Qur'an Surah Al-Buruj Verse 19
আল বুরূজ [৮৫]: ১৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
بَلِ الَّذِيْنَ كَفَرُوْا فِيْ تَكْذِيْبٍۙ (البروج : ٨٥)
- bali
- بَلِ
- Nay!
- বরং
- alladhīna
- ٱلَّذِينَ
- Those who
- যারা
- kafarū
- كَفَرُوا۟
- disbelieve
- অবিশ্বাস করেছে
- fī
- فِى
- (are) in
- মধ্যে (রত)
- takdhībin
- تَكْذِيبٍ
- denial
- মিথ্যারোপে
Transliteration:
Balil lazeena kafaroo fee takzeeb(QS. al-Burūj:19)
English Sahih International:
But they who disbelieve are in [persistent] denial, (QS. Al-Buruj, Ayah ১৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তবুও কাফিররা সত্য প্রত্যাখ্যান করেই চলেছে। (আল বুরূজ, আয়াত ১৯)
Tafsir Ahsanul Bayaan
তবুও কাফেররা মিথ্যাজ্ঞান করায় রত।
Tafsir Abu Bakr Zakaria
তবু কাফিররা মিথ্যারোপ করায় রত;
Tafsir Bayaan Foundation
বরং কাফিররা মিথ্যারোপে লিপ্ত।
Muhiuddin Khan
বরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে।
Zohurul Hoque
বস্তুত যারা অবিশ্বাস করেছে তারা মিথ্যারোপ করায় রত;