Skip to content

কুরআন মজীদ সূরা আল বুরূজ আয়াত ১৫

Qur'an Surah Al-Buruj Verse 15

আল বুরূজ [৮৫]: ১৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

ذُو الْعَرْشِ الْمَجِيْدُۙ (البروج : ٨٥)

dhū
ذُو
Owner (of)
অধিকারী
l-ʿarshi
ٱلْعَرْشِ
the Throne
আরশের
l-majīdu
ٱلْمَجِيدُ
the Glorious
সম্মানিত

Transliteration:

Zul 'Arshil Majeed (QS. al-Burūj:15)

English Sahih International:

Honorable Owner of the Throne, (QS. Al-Buruj, Ayah ১৫)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

‘আরশের অধিপতি, মহা সম্মানিত। (আল বুরূজ, আয়াত ১৫)

Tafsir Ahsanul Bayaan

তিনি আরশের অধিপতি গৌরবময়। [১]

[১] অর্থাৎ, তিনি সমস্ত সৃষ্টি হতে সুমহান এবং সুউচ্চ। 'আরশ' যা সব থেকে উচ্চে অবস্থিত, যার উপরে আল্লাহ আছেন। যেমন সাহাবাগণ, তাবেয়ীনগণ এবং মুহাদ্দিসগণদের এ বিশ্বাস। المَجِيدُ শব্দের অর্থ হল মর্যাদাবান ও গৌরবময়। পেশ অবস্থায় এ জন্য আছে যে, এটা ذو বা রবের সিফাত (বিশেষণ); العَرشِ এর বিশেষণ নয়। যদিও কেউ কেউ এই শব্দটাকে العَرشِ এর বিশেষণ ধরে المجيدِ শব্দকে যের দিয়ে পাঠ করেছেন। অর্থের দিক দিয়ে উভয় অর্থ নির্ভুল এবং বিশুদ্ধ। (ইবনে কাসীর)

Tafsir Abu Bakr Zakaria

‘আরশের অধিকারী ও সম্মানিত।

Tafsir Bayaan Foundation

আরশের অধিপতি, মহান।

Muhiuddin Khan

মহান আরশের অধিকারী।

Zohurul Hoque

সম্মানিত আরশের অধিকারী,