Skip to content

কুরআন মজীদ সূরা আল বুরূজ আয়াত ১২

Qur'an Surah Al-Buruj Verse 12

আল বুরূজ [৮৫]: ১২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيْدٌ ۗ (البروج : ٨٥)

inna
إِنَّ
Indeed
নিশ্চয়
baṭsha
بَطْشَ
(the) Grip
পাকড়াও
rabbika
رَبِّكَ
(of) your Lord
তোমার রবের
lashadīdun
لَشَدِيدٌ
(is) surely strong
অবশ্যই কঠিন

Transliteration:

Inna batsha Rabbika lashadeed (QS. al-Burūj:12)

English Sahih International:

Indeed, the assault [i.e., vengeance] of your Lord is severe. (QS. Al-Buruj, Ayah ১২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তোমার প্রতিপালকের পাকড়াও অবশ্যই বড় কঠিন। (আল বুরূজ, আয়াত ১২)

Tafsir Ahsanul Bayaan

নিশ্চয় তোমার প্রতিপালকের পাকড়াও বড়ই কঠিন। [১]

[১] যারা আল্লাহর রসূলকে মিথ্যা ভেবেছিল এবং তাঁর আদেশ উল্লংঘন করেছিল, যখন আল্লাহ এই সমস্ত শত্রুদেরকে পাকড়াও করলেন তখন তাঁর পাকড়াও হতে কেউ পরিত্রাণ পেল না।

Tafsir Abu Bakr Zakaria

নিশ্চয় আপনার রবের পাকড়াও বড়ই কঠিন।

Tafsir Bayaan Foundation

নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই কঠিন।

Muhiuddin Khan

নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।

Zohurul Hoque

নিঃসন্দেহে তোমার প্রভুর পাকড়ানো বড়ই কঠোর।