Skip to content

কুরআন মজীদ সূরা আল ইনশিক্বাক্ব আয়াত ৭

Qur'an Surah Al-Inshiqaq Verse 7

আল ইনশিক্বাক্ব [৮৪]: ৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَاَمَّا مَنْ اُوْتِيَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖۙ (الإنشقاق : ٨٤)

fa-ammā
فَأَمَّا
Then as for
অতঃপর (তার) ব্যাপার
man
مَنْ
(him) who
যাকে
ūtiya
أُوتِىَ
is given
দেয়া হবে
kitābahu
كِتَٰبَهُۥ
his record
তার আমলনামা
biyamīnihi
بِيَمِينِهِۦ
in his right hand
তার ডান হাতে

Transliteration:

Fa ammaa man ootiya kitaabahoo biyameenih (QS. al-ʾInšiq̈āq̈:7)

English Sahih International:

Then as for he who is given his record in his right hand, (QS. Al-Inshiqaq, Ayah ৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর যার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে। (আল ইনশিক্বাক্ব, আয়াত ৭)

Tafsir Ahsanul Bayaan

সুতরাং যাকে তার ডান হাতে নিজ আমলনামা (কর্মলিপি) দেওয়া হবে,

Tafsir Abu Bakr Zakaria

অতঃপর যাকে তার ‘আমলনামা তার ডান হাতে দেয়া হবে।

Tafsir Bayaan Foundation

অতঃপর যাকে তার আমলনামা তার ডান হাতে দেয়া হবে;

Muhiuddin Khan

যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে

Zohurul Hoque

সুতরাং তার ক্ষেত্রে যাকে তার নিবন্ধগ্রন্থ তার ডান হাতে দেওয়া হবে,