Skip to content

কুরআন মজীদ সূরা আল ইনশিক্বাক্ব আয়াত ২১

Qur'an Surah Al-Inshiqaq Verse 21

আল ইনশিক্বাক্ব [৮৪]: ২১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَاِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْاٰنُ لَا يَسْجُدُوْنَ ۗ ۩ (الإنشقاق : ٨٤)

wa-idhā
وَإِذَا
And when
এবং যখন
quri-a
قُرِئَ
is recited
পাঠ করা হয়
ʿalayhimu
عَلَيْهِمُ
to them
তাদের কাছে
l-qur'ānu
ٱلْقُرْءَانُ
the Quran
কুর'আন
لَا
not
না
yasjudūna
يَسْجُدُونَ۩
they prostrate?
তারা সিজদা করে

Transliteration:

Wa izaa quri'a 'alaihimul Quraanu laa yasjudoon (QS. al-ʾInšiq̈āq̈:21)

English Sahih International:

And when the Quran is recited to them, they do not prostrate [to Allah]? (QS. Al-Inshiqaq, Ayah ২১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর তাদের কাছে যখন কুরআন পাঠ করা হয় তখন সাজদাহ করে না?[সাজদাহ] (আল ইনশিক্বাক্ব, আয়াত ২১)

Tafsir Ahsanul Bayaan

এবং তাদের নিকট কুরআন পঠিত হলে তারা সিজদাহ করে না? [১] সাজদাহ

[১] হাদীসসমূহ থেকে এখানে নবী (সাঃ) এবং সাহাবীগণের সিজদা করার কথা প্রমাণিত আছে। (অতএব এ আয়াত পাঠ করার পর সিজদা করা মুস্তাহাব। সিজদার আহকাম জানতে সূরা আ'রাফের শেষ আয়াতের ৭;২০৬ টীকা দেখুন।)

Tafsir Abu Bakr Zakaria

আর যখন তাদের কাছে কুরআন পাঠ করা হলে তখন তারা সিজ্দা করে না [১] ?

[১] অর্থাৎ যখন তাদের সামনে সুস্পষ্ট হেদায়েত পরিপূর্ণ কুরআন পাঠ করা হয়, তখনও তারা আল্লাহ্র দিকে নত হয় না। سجود এর আভিধানিক অর্থ নত হওয়া, আনুগত্য করা। বলাবাহুল্য, এখানে পারিভাষিক সাজদার পাশাপাশি আল্লাহ্র সামনে আনুগত্য সহকারে নত হওয়া তথা বিনীত হওয়াও উদ্দেশ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু এ সূরা পরে সাজদাহ করলেন, তারপর লোকদের দিকে ফিরে জানালেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং এ সূরা পড়ার পরে সাজদাহ করেছেন। [মুসলিম; ৫৭৮] অন্য বর্ণনায় এসেছে, তিনি এশার সালাতে এ সূরা পাঠের পর সাজদাহ করলেন, এ ব্যাপারে জিজ্ঞাসিত হওয়ার পর বললেন, আমি আবুল কাসেম (মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর পিছনে সাজদাহ করেছি, সুতরাং তার সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত সাজদাহ করবই।” [বুখারী; ১০৭৮, মুসলিম; ৫৭৮]

Tafsir Bayaan Foundation

আর যখন তাদের কাছে কুরআন তিলাওয়াত করা হয় তখন তারা সিজদা করে না।[সাজদাহ]

Muhiuddin Khan

যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।

Zohurul Hoque

আর যখন তাদের নিকট কুরআন পাঠ করা হয় তখন তারা সিজদা করে না?