Skip to content

কুরআন মজীদ সূরা আল ইনশিক্বাক্ব আয়াত ১

Qur'an Surah Al-Inshiqaq Verse 1

আল ইনশিক্বাক্ব [৮৪]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اِذَا السَّمَاۤءُ انْشَقَّتْۙ (الإنشقاق : ٨٤)

idhā
إِذَا
When
যখন
l-samāu
ٱلسَّمَآءُ
the sky
আকাশ
inshaqqat
ٱنشَقَّتْ
is split asunder
ফেটে পড়বে

Transliteration:

Izas samaaa'un shaqqat (QS. al-ʾInšiq̈āq̈:1)

English Sahih International:

When the sky has split [open] . (QS. Al-Inshiqaq, Ayah ১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যখন আসমান ফেটে যাবে, (আল ইনশিক্বাক্ব, আয়াত ১)

Tafsir Ahsanul Bayaan

যখন আকাশ বিদীর্ণ হবে। [১]

[১] অর্থাৎ, যখন কিয়ামত সংঘটিত হবে।

Tafsir Abu Bakr Zakaria

যখন আকাশ বিদীর্ণ হবে [১] ,

[১] আর সেটা হবে কিয়ামতের দিন। [ইবন কাসীর]

Tafsir Bayaan Foundation

যখন আসমান ফেটে যাবে।

Muhiuddin Khan

যখন আকাশ বিদীর্ণ হবে,

Zohurul Hoque

যখন আকাশ খন্ডবিখন্ড হবে,