Skip to content

সূরা আল ইনশিক্বাক্ব - Page: 3

Al-Inshiqaq

(al-ʾInšiq̈āq̈)

২১

وَاِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْاٰنُ لَا يَسْجُدُوْنَ ۗ ۩ ٢١

wa-idhā
وَإِذَا
এবং যখন
quri-a
قُرِئَ
পাঠ করা হয়
ʿalayhimu
عَلَيْهِمُ
তাদের কাছে
l-qur'ānu
ٱلْقُرْءَانُ
কুর'আন
لَا
না
yasjudūna
يَسْجُدُونَ۩
তারা সিজদা করে
আর তাদের কাছে যখন কুরআন পাঠ করা হয় তখন সাজদাহ করে না?[সাজদাহ] ([৮৪] আল ইনশিক্বাক্ব: ২১)
ব্যাখ্যা
২২

بَلِ الَّذِيْنَ كَفَرُوْا يُكَذِّبُوْنَۖ ٢٢

bali
بَلِ
বরং
alladhīna
ٱلَّذِينَ
যারা
kafarū
كَفَرُوا۟
কুফরি করেছে
yukadhibūna
يُكَذِّبُونَ
মিথ্যারোপ করছে
(কুরআন শুনে সেজদা করা তো দূরের কথা) বরং কাফিররা ওটাকে অস্বীকারই করে। ([৮৪] আল ইনশিক্বাক্ব: ২২)
ব্যাখ্যা
২৩

وَاللّٰهُ اَعْلَمُ بِمَا يُوْعُوْنَۖ ٢٣

wal-lahu
وَٱللَّهُ
এবং আল্লাহ
aʿlamu
أَعْلَمُ
ভালো জানেন
bimā
بِمَا
ঐ বিষয়ে যা
yūʿūna
يُوعُونَ
তারা পোষণ করছে
আল্লাহ খুব ভাল করেই জানেন তারা (তাদের অন্তরে) কী লুকিয়ে রাখে। ([৮৪] আল ইনশিক্বাক্ব: ২৩)
ব্যাখ্যা
২৪

فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍۙ ٢٤

fabashir'hum
فَبَشِّرْهُم
কাজেই তাদের সুসংবাদ দাও
biʿadhābin
بِعَذَابٍ
শাস্তির
alīmin
أَلِيمٍ
যন্ত্রণাদায়ক
কাজেই তাদেরকে মর্মান্তিক ‘আযাবের সুসংবাদ দাও। ([৮৪] আল ইনশিক্বাক্ব: ২৪)
ব্যাখ্যা
২৫

اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ ࣖ ٢٥

illā
إِلَّا
তার ব্যতিক্রম
alladhīna
ٱلَّذِينَ
(ঐসব লোক) যারা
āmanū
ءَامَنُوا۟
ঈমান এনেছে
waʿamilū
وَعَمِلُوا۟
ও করেছে
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
সৎকর্ম
lahum
لَهُمْ
তাদের জন্য রয়েছে
ajrun
أَجْرٌ
পুরস্কার
ghayru
غَيْرُ
অশেষ
mamnūnin
مَمْنُونٍۭ
অশেষ
কিন্তু যারা ঈমান আনে আর সৎকাজ করে তারা বাদে; তাদের জন্য আছে অফুরন্ত প্রতিদান। ([৮৪] আল ইনশিক্বাক্ব: ২৫)
ব্যাখ্যা