কুরআন মজীদ সূরা আত-তাতফীফ আয়াত ৩৬
Qur'an Surah Al-Mutaffifin Verse 36
আত-তাতফীফ [৮৩]: ৩৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوْا يَفْعَلُوْنَ ࣖ (المطففين : ٨٣)
- hal
- هَلْ
- Have (not)
- কি
- thuwwiba
- ثُوِّبَ
- been paid
- ফল দেয়া হলো
- l-kufāru
- ٱلْكُفَّارُ
- the disbelievers
- কাফেরদের
- mā
- مَا
- (for) what
- যা
- kānū
- كَانُوا۟
- they used (to)
- (ছিল)
- yafʿalūna
- يَفْعَلُونَ
- do?
- তারা করছিল
Transliteration:
Hal suwwibal kuffaaru maa kaanoo yaf'aloon(QS. al-Muṭaffifīn:36)
English Sahih International:
Have the disbelievers [not] been rewarded [this Day] for what they used to do? (QS. Al-Mutaffifin, Ayah ৩৬)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
কাফিররা যা করত তার ‘সওয়াব’ পেল তো? (আত-তাতফীফ, আয়াত ৩৬)
Tafsir Ahsanul Bayaan
কাফিররা যা করত, তার ফল তারা পেল তো? [১]
[১] أثيب ثوِّب এর অর্থে ব্যবহার হয়েছে, তার মানেঃ প্রতিফল দেওয়া হল। অর্থাৎ, কাফেররা যা করত, তার প্রতিফল তাদেরকে দেওয়া হল তো?
Tafsir Abu Bakr Zakaria
কাফিররা তাদের কৃতকর্মের ফল পেল তো?
Tafsir Bayaan Foundation
কাফিরদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান দেয়া হল তো?
Muhiuddin Khan
কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো?
Zohurul Hoque
অবিশ্বাসীদের কি সেই প্রতিফলই দেওয়া হ’ল না যা তারা করত?