কুরআন মজীদ সূরা আত-তাতফীফ আয়াত ৩৫
Qur'an Surah Al-Mutaffifin Verse 35
আত-তাতফীফ [৮৩]: ৩৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
عَلَى الْاَرَاۤىِٕكِ يَنْظُرُوْنَۗ (المطففين : ٨٣)
- ʿalā
- عَلَى
- On
- উপর
- l-arāiki
- ٱلْأَرَآئِكِ
- the thrones
- সুসজ্জিত আসন সমূহের (বসে)
- yanẓurūna
- يَنظُرُونَ
- observing
- তারা দেখবে
Transliteration:
'Alal araaa'iki yanzuroon(QS. al-Muṭaffifīn:35)
English Sahih International:
On adorned couches, observing. (QS. Al-Mutaffifin, Ayah ৩৫)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
উচ্চ আসনে বসে তাদের অবস্থা দেখছে। (আত-তাতফীফ, আয়াত ৩৫)
Tafsir Ahsanul Bayaan
সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।
Tafsir Abu Bakr Zakaria
সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।
Tafsir Bayaan Foundation
উচ্চ আসনে বসে তারা দেখতে থাকবে।
Muhiuddin Khan
সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে,
Zohurul Hoque
উঁচু আসনে চেয়ে চেয়ে দেখবে।