কুরআন মজীদ সূরা আত-তাতফীফ আয়াত ২০
Qur'an Surah Al-Mutaffifin Verse 20
আত-তাতফীফ [৮৩]: ২০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
كِتٰبٌ مَّرْقُوْمٌۙ (المطففين : ٨٣)
- kitābun
- كِتَٰبٌ
- A book
- খাতা/ আমলনামা
- marqūmun
- مَّرْقُومٌ
- written
- চিহ্নিত
Transliteration:
Kitaabum marqoom(QS. al-Muṭaffifīn:20)
English Sahih International:
It is [their destination recorded in] a register inscribed (QS. Al-Mutaffifin, Ayah ২০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
সীলমোহরকৃত কিতাব। (আত-তাতফীফ, আয়াত ২০)
Tafsir Ahsanul Bayaan
(তা হচ্ছে) লিপিবদ্ধ পুস্তক।
Tafsir Abu Bakr Zakaria
চিহ্নিত আমলনামা [১]।
[১] এখানেও এটাই সঠিক যে, এটা ‘ইল্লিয়্যীন’ এর কোন বিশেষণ নয়, বরং পূর্বে উল্লেখিত كِتٰبَ الْاَبْرَارِ এর বিশেষণ। [দেখুন, কুরতুবী; ইবন কাসীর] এর প্রমাণ উপরোক্ত বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণিত হাদীসে এসেছে,
فَيَقُولُ اللهُ عَزَّ وَ جَلَّ اكْتُبُو اكِتَابَ عَبْدِي فِي عِلِّيِّينَ
“অতঃপর মহান আল্লাহ্ বলবেন, আমার বান্দার আমলনামা ইল্লিয়্যীন লিখে রাখ” । সুতরাং ইল্লিয়্যীন কিতাব নয় বরং আমলনামা বা কিতাব কপি করে রাখার স্থান।
Tafsir Bayaan Foundation
লিখিত কিতাব।
Muhiuddin Khan
এটা লিপিবদ্ধ খাতা।
Zohurul Hoque
স্পষ্টভাবে লিখিত নিবন্ধগ্রন্থ, --