কুরআন মজীদ সূরা আত-তাতফীফ আয়াত ১৮
Qur'an Surah Al-Mutaffifin Verse 18
আত-তাতফীফ [৮৩]: ১৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
كَلَّآ اِنَّ كِتٰبَ الْاَبْرَارِ لَفِيْ عِلِّيِّيْنَۗ (المطففين : ٨٣)
- kallā
- كَلَّآ
- Nay!
- কখনও না
- inna
- إِنَّ
- Indeed
- নিশ্চয়ই
- kitāba
- كِتَٰبَ
- (the) record
- আমলনামা
- l-abrāri
- ٱلْأَبْرَارِ
- (of) the righteous
- সৎ লোকদের
- lafī
- لَفِى
- (will be) surely in
- অবশ্যই মধ্যে
- ʿilliyyīna
- عِلِّيِّينَ
- Illiyin
- উচ্চ মর্যাদাসম্পন্ন (দফতরে)
Transliteration:
Kallaaa inna kitaabal abraari lafee'Illiyyeen(QS. al-Muṭaffifīn:18)
English Sahih International:
No! Indeed, the record of the righteous is in Ôilliyy´n. (QS. Al-Mutaffifin, Ayah ১৮)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
(ভাল-মন্দের বিচার হবে না, শাস্তি-পুরস্কার কিছুই হবে না তা) কক্ষনো না, নিশ্চয়ই সৎলোকদের ‘আমালমানা ‘ইল্লিয়ীনে (সংরক্ষিত) আছে। (আত-তাতফীফ, আয়াত ১৮)
Tafsir Ahsanul Bayaan
অবশ্যই পুণ্যবানদের আমলনামা ইল্লিয়্যীনে থাকবে। [১]
[১] عليين (ইল্লিয়্যীন) শব্দটি علو থেকে এসেছে। (যার অর্থ মহা উচ্চ।) এটা হল 'সিজ্জীন' শব্দের বিপরীত। এটা আসমানে অথবা জান্নাতে কিংবা সিদরাতুল মুন্তাহায় কিংবা আরশের নিকটবর্তী এক স্থান। যেখানে নেক লোকদের আত্মা এবং তাদের আমল-নামা সংরক্ষিত আছে। যার নিকটে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফিরিশতা উপস্থিত হন।
Tafsir Abu Bakr Zakaria
কখনো নয়, নিশ্চয় পূণ্যবানদের আমলনামা ‘ইল্লিয়ইয়্যীনে’ [১] ,
[১] কারও কারও মতে عِلِّيِّيْنَ শব্দটি علوّ এর বহুবচন। উদ্দেশ্য উচ্চতা। [ইবন কাসীর] আবার কেউ কেউ বলেন, এটা জায়গার নাম- বহুবচন নয়। [কুরতুবী; ইবন কাসীর] বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু ‘আনহু-এর হাদীসে এসেছে যে, ফেরশেতাগণ রূহ নিয়ে উঠতেই থাকবেন
حَتّٰى يُنْتَهٰى بِهِ إِلَى السَّمَاءِ السَّا بِعَةِ فَيَقُولُ اللهُ عَزَّ وَ جَلَّ اكْتُبُو اكِتَابَ عَبْدِي فِي عِلِّيِّينَ
“শেষ পর্যন্ত সপ্তম আসমানে উঠবেন তখন মহান আল্লাহ্ বলবেন, আমার বান্দার কিতাব ইল্লিয়্যীনে লিখে নাও” [মুসনাদে আহমাদ; ৪/২৮৭] । এ থেকে প্রমাণ পাওয়া যায় যে, ইল্লিয়্যীন সপ্তম আকাশে আরশের কাছে এক স্থানের নাম। এতে মুমিনদের রূহ ও আমলনামা রাখা হয়। [ইবন কাসীর ইবন আব্বাস থেকে]
Tafsir Bayaan Foundation
কখনো নয়, নিশ্চয় নেককার লোকদের আমলনামা থাকবে ইল্লিয়্যীনে ।*
*আমল নামা। অথবা সপ্তম আকাশে জান্নাতের নিচে অবস্থিত একটি স্থান। অথবা জান্নাতের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান।
Muhiuddin Khan
কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।
Zohurul Hoque
না, নিঃসন্দেহ ধর্মপরায়ণদের কর্মবিবরণী তো ইল্লিয়ীনে রয়েছে।