Skip to content

কুরআন মজীদ সূরা আত-তাতফীফ আয়াত ১৭

Qur'an Surah Al-Mutaffifin Verse 17

আত-তাতফীফ [৮৩]: ১৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

ثُمَّ يُقَالُ هٰذَا الَّذِيْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَۗ (المطففين : ٨٣)

thumma
ثُمَّ
Then
অতঃপর
yuqālu
يُقَالُ
it will be said
(তাদেরকে) বলা হবে
hādhā
هَٰذَا
"This
"এই
alladhī
ٱلَّذِى
(is) what
সেই (দিন)
kuntum
كُنتُم
you used (to)
তোমরা ছিলে
bihi
بِهِۦ
[of it]
যে ব্যাপারে
tukadhibūna
تُكَذِّبُونَ
deny"
মিথ্যারোপ করতে"

Transliteration:

Summa yuqaalu haazal lazee kuntum bihee tukazziboon (QS. al-Muṭaffifīn:17)

English Sahih International:

Then it will be said [to them], "This is what you used to deny." (QS. Al-Mutaffifin, Ayah ১৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর বলা হবে ‘এটাই তা যা তোমরা অস্বীকার করতে।’ (আত-তাতফীফ, আয়াত ১৭)

Tafsir Ahsanul Bayaan

তারপর বলা হবে, এটাই তা, যা তোমরা মিথ্যাজ্ঞান করতে।

Tafsir Abu Bakr Zakaria

তারপর বলা হবে, ‘এটাই তা যাতে তোমরা মিথ্যারোপ করতে।’

Tafsir Bayaan Foundation

তারপর বলা হবে, এটাই তা যা তোমরা অস্বীকার করতে।

Muhiuddin Khan

এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।

Zohurul Hoque

তখন তাদের বলা হবে -- ''এই তো তাই যা তোমরা মিথ্যা বলতে।’’