Skip to content

কুরআন মজীদ সূরা আত-তাতফীফ আয়াত ১৬

Qur'an Surah Al-Mutaffifin Verse 16

আত-তাতফীফ [৮৩]: ১৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

ثُمَّ اِنَّهُمْ لَصَالُوا الْجَحِيْمِۗ (المطففين : ٨٣)

thumma
ثُمَّ
Then
অতঃপর
innahum
إِنَّهُمْ
indeed they
নিশ্চয়ই তারা
laṣālū
لَصَالُوا۟
(surely) will burn
অবশ্যই প্রবেশ করবে
l-jaḥīmi
ٱلْجَحِيمِ
(in) the Hellfire
জাহান্নামে

Transliteration:

Summa innahum lasaa lul jaheem (QS. al-Muṭaffifīn:16)

English Sahih International:

Then indeed, they will [enter and] burn in Hellfire. (QS. Al-Mutaffifin, Ayah ১৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। (আত-তাতফীফ, আয়াত ১৬)

Tafsir Ahsanul Bayaan

অতঃপর নিশ্চয়ই তারা জাহীম (জাহান্নামে) প্রবেশ করবে;

Tafsir Abu Bakr Zakaria

তারপর নিশ্চয় তারা জাহান্নামে দগ্ধ হবে;

Tafsir Bayaan Foundation

তারপর নিশ্চয় তারা প্রজ্জ্বলিত আগুনে প্রবেশ করবে।

Muhiuddin Khan

অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে।

Zohurul Hoque

তারপর তারা নিশ্চয় ভয়ংকর আগুনে প্রবেশ করবে।