কুরআন মজীদ সূরা আল ইনফিতার আয়াত ৭
Qur'an Surah Al-Infitar Verse 7
আল ইনফিতার [৮২]: ৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
الَّذِيْ خَلَقَكَ فَسَوّٰىكَ فَعَدَلَكَۙ (الإنفطار : ٨٢)
- alladhī
- ٱلَّذِى
- Who
- যিনি
- khalaqaka
- خَلَقَكَ
- created you
- তোমাকে সৃষ্টি করেছেন
- fasawwāka
- فَسَوَّىٰكَ
- then fashioned you
- অতঃপর তোমাকে সুঠাম করেছেন
- faʿadalaka
- فَعَدَلَكَ
- then balanced you?
- অতঃপর তোমাকে সুসামঞ্জস্য করেছেন
Transliteration:
Allazee khalaqaka fasaw waaka fa'adalak(QS. al-ʾInfiṭār:7)
English Sahih International:
Who created you, proportioned you, and balanced you? (QS. Al-Infitar, Ayah ৭)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন, অতঃপর তোমাকে করেছেন ভারসাম্যপূর্ণ। (আল ইনফিতার, আয়াত ৭)
Tafsir Ahsanul Bayaan
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, [১] অতঃপর তোমাকে সুঠাম করেছেন [২] এবং তারপর সুসমঞ্জস করেছেন। [৩]
[১] অর্থাৎ, নিকৃষ্ট বীর্যবিন্দু থেকে, অথচ ইতিপূর্বে তোমার কোন অস্তিত্বই ছিল না।
[২] অর্থাৎ, তোমাকে একটি পূর্ণাঙ্গ মানবরূপে সৃষ্টি করেছেন। তুমি শ্রবণ করতে, দর্শন করতে এবং জ্ঞান-বুদ্ধি প্রয়োগ করতে পার।
[৩] তোমাকে মাঝারি গড়নের, লম্বালম্বি সোজা, সুশ্রী ও সুদর্শনময় বানিয়েছেন। অথবা তোমার দুটি চোখ, দুটি কান, দুটি হাত, দুটি পা (এবং অন্য সকল অঙ্গকে) সুসমঞ্জস যথোপযুক্ত আকৃতি দান করেছেন। যদি তোমার এই অঙ্গ-প্রত্যঙ্গ সামঞ্জস্যময় না হত, তাহলে তোমার অস্তিত্বে সুশ্রীময়তা প্রকাশ না পেয়ে কুশ্রীময়তা প্রকাশ পেত। এইরূপ সৃষ্টিকেই অন্য স্থানে 'আহসানে তাক্ববীম' (সুন্দরতম গঠন) বলে ব্যক্ত করা হয়েছে। (لَقَدْ خَلَقْنَا الإنْسَانَ فِيْ أَحْسَنِ تَقْوِيْم)
Tafsir Abu Bakr Zakaria
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং সুসামঞ্জস্য করেছেন [১] ,
[১] অর্থাৎ মহান আল্লাহ্ তোমাকে এই পূর্ণাঙ্গ মানবিক আকৃতি দান করেছেন। তোমার সামনে সব রকমের প্রাণী রয়েছে, তাদের মোকাবিলায় তোমার সবচেয়ে সুন্দর শারীরিক কাঠামো এবং শ্রেষ্ঠ ও উন্নত শক্তি একেবারেই সুস্পষ্ট। অন্যত্র বলা হয়েছে, “অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে” । [আদওয়াউল বায়ান]
Tafsir Bayaan Foundation
যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুসম করেছেন, তারপর তোমাকে সুসমঞ্জস করেছেন।
Muhiuddin Khan
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।
Zohurul Hoque
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর তোমাকে সুঠাম করেছেন, তারপর তোমাকে সুসমঞ্জস করেছেন, --