কুরআন মজীদ সূরা আল ইনফিতার আয়াত ১
Qur'an Surah Al-Infitar Verse 1
আল ইনফিতার [৮২]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اِذَا السَّمَاۤءُ انْفَطَرَتْۙ (الإنفطار : ٨٢)
- idhā
- إِذَا
- When
- যখন
- l-samāu
- ٱلسَّمَآءُ
- the sky
- আকাশ
- infaṭarat
- ٱنفَطَرَتْ
- (is) cleft asunder
- ফেটে যাবে
Transliteration:
Izas samaaa'un fatarat(QS. al-ʾInfiṭār:1)
English Sahih International:
When the sky breaks apart (QS. Al-Infitar, Ayah ১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যখন আসমান ফেটে যাবে, (আল ইনফিতার, আয়াত ১)
Tafsir Ahsanul Bayaan
আকাশ যখন বিদীর্ণ হবে। [১]
[১] অর্থাৎ, আল্লাহর আদেশ এবং তাঁর ভয়ে (আসমান) ফেটে যাবে এবং ফিরিশতাগণ নিচে অবতরণ করবেন।
Tafsir Abu Bakr Zakaria
যখন আসমান বিদীর্ণ হবে,
সূরা সংক্রান্ত আলোচনাঃ
আয়াত সংখ্যাঃ ১৯ আয়াত।
নাযিল হওয়ার স্থানঃ মক্কী।
। রহমান, রহীম আল্লাহ্র নামে ।
Tafsir Bayaan Foundation
যখন আসমান বিদীর্ণ হবে।
Muhiuddin Khan
যখন আকাশ বিদীর্ণ হবে,
Zohurul Hoque
যখন আকাশ বিদীর্ণ হবে,