কুরআন মজীদ সূরা আত-তাকভীর আয়াত ৯
Qur'an Surah At-Takwir Verse 9
আত-তাকভীর [৮১]: ৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
بِاَيِّ ذَنْۢبٍ قُتِلَتْۚ (التكوير : ٨١)
- bi-ayyi
- بِأَىِّ
- For what
- কোন কারণে
- dhanbin
- ذَنۢبٍ
- sin
- দোষের
- qutilat
- قُتِلَتْ
- she was killed
- তাকে হত্যা করা হয়েছে
Transliteration:
Bi ayyi zambin qutilat(QS. at-Takwīr:9)
English Sahih International:
For what sin she was killed . (QS. At-Takwir, Ayah ৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
কোন্ অপরাধে তাকে হত্যা করা হয়েছে? (আত-তাকভীর, আয়াত ৯)
Tafsir Ahsanul Bayaan
কোন্ অপরাধে তাকে হত্যা করা হয়েছিল? [১]
[১] এইরূপে আসলে হত্যাকারীকে ভৎর্সনা করা হবে সেদিন। কেননা, আসল অপরাধী তো সেই; সে কন্যা অপরাধিনী নয় যাকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল।
Tafsir Abu Bakr Zakaria
কী অপরাধে তাকে হত্যা করা হয়েছিল [১]?
[১] কোন কোন মুফাসসির বলেন, এই আয়াতের বর্ণনাভঙ্গীতে মারাত্মক ধরনের ক্রোধের প্রকাশ দেখা যায়। যে পিতা বা মাতা তাদের মেয়েকে জীবিত পুঁতে ফেলেছে আল্লাহ্র কাছে তারা এত বেশী ঘৃণিত হবে যে, তাদেরকে সম্বোধন করে একথা জিজ্ঞেস করা হবে না, তোমরা এই নিষ্পাপ শিশুটিকে হত্যা করেছিলে কোন অপরাধে? বরং তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে ছোট্ট নিরপরাধ মেয়েকে জিজ্ঞেস করা হবে, তোমাকে কোন অপরাধে মেরে ফেলা হয়েছিল? [ইবন কাসীর]
Tafsir Bayaan Foundation
কী অপরাধে তাকে হত্যা করা হয়েছে?
Muhiuddin Khan
কি অপরাধে তাকে হত্য করা হল?
Zohurul Hoque
''কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল’’?