Skip to content

কুরআন মজীদ সূরা আত-তাকভীর আয়াত ৫

Qur'an Surah At-Takwir Verse 5

আত-তাকভীর [৮১]: ৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَاِذَا الْوُحُوْشُ حُشِرَتْۖ (التكوير : ٨١)

wa-idhā
وَإِذَا
And when
ও যখন
l-wuḥūshu
ٱلْوُحُوشُ
the wild beasts
বন্য পশুদের
ḥushirat
حُشِرَتْ
are gathered
একত্র করা হবে

Transliteration:

Wa izal wuhooshu hushirat (QS. at-Takwīr:5)

English Sahih International:

And when the wild beasts are gathered . (QS. At-Takwir, Ayah ৫)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যখন বনের জন্তু জানোয়ারকে (বন থেকে গুটিয়ে এনে লোকালয়ে) একত্রিত করা হবে, (আত-তাকভীর, আয়াত ৫)

Tafsir Ahsanul Bayaan

যখন বন্য পশুগুলিকে একত্রিত করা হবে, [১]

[১] অর্থাৎ, তাদেরকেও কিয়ামতের দিবসে সমবেত করা হবে।

Tafsir Abu Bakr Zakaria

আর যখন বন্য পশুগুলো একত্র করা হবে,

Tafsir Bayaan Foundation

আর যখন বন্য পশুগুলোকে একত্র করা হবে।

Muhiuddin Khan

যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে,

Zohurul Hoque

আর যখন বন্য পশুদের সমবেত করা হবে,