কুরআন মজীদ সূরা আত-তাকভীর আয়াত ১৫
Qur'an Surah At-Takwir Verse 15
আত-তাকভীর [৮১]: ১৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
فَلَآ اُقْسِمُ بِالْخُنَّسِۙ (التكوير : ٨١)
- falā
- فَلَآ
- But nay!
- অতঃপর না
- uq'simu
- أُقْسِمُ
- I swear
- আমি শপথ করছি
- bil-khunasi
- بِٱلْخُنَّسِ
- by the retreating planets
- পশ্চাদপসরণকারী
Transliteration:
Falaaa uqsimu bil khunnas(QS. at-Takwīr:15)
English Sahih International:
So I swear by the retreating stars - (QS. At-Takwir, Ayah ১৫)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আমি শপথ করছি (গ্রহের) যা পেছনে সরে যায়, (আত-তাকভীর, আয়াত ১৫)
Tafsir Ahsanul Bayaan
আমি প্রত্যাবর্তনকারী তারকাপুঞ্জের শপথ করছি;
Tafsir Abu Bakr Zakaria
সুতরাং আমি শপথ করছি পশ্চাদপসরণকারী নক্ষত্রের,
Tafsir Bayaan Foundation
আমি কসম করছি পশ্চাদপসারী নক্ষত্রের।
Muhiuddin Khan
আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়।
Zohurul Hoque
কাজেই না, আমি সাক্ষী মানছি গ্রহ-নক্ষত্রদের --