কুরআন মজীদ সূরা আত-তাকভীর আয়াত ১০
Qur'an Surah At-Takwir Verse 10
আত-তাকভীর [৮১]: ১০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَاِذَا الصُّحُفُ نُشِرَتْۖ (التكوير : ٨١)
- wa-idhā
- وَإِذَا
- And when
- এবং যখন
- l-ṣuḥufu
- ٱلصُّحُفُ
- the pages
- আমলনামাগুলো
- nushirat
- نُشِرَتْ
- are laid open
- উন্মোচিত হবে
Transliteration:
Wa izas suhufu nushirat(QS. at-Takwīr:10)
English Sahih International:
And when the pages are spread [i.e., made public] (QS. At-Takwir, Ayah ১০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যখন ‘আমালনামাগুলো খুলে ধরা হবে, (আত-তাকভীর, আয়াত ১০)
Tafsir Ahsanul Bayaan
যখন আমলনামাকে উন্মোচিত করা হবে।[১]
[১] মৃত্যুর সময় মানুষের আমলনামা গুটিয়ে দেওয়া হয়। পুনরায় কিয়ামতের দিন হিসাবের জন্য তা খোলা হবে। যা প্রতিটি ব্যক্তি তা প্রত্যক্ষ করবে। বরং প্রত্যেকের হাতে তা ধরিয়ে দেওয়া হবে।
Tafsir Abu Bakr Zakaria
আর যখন আমলনামাগুলো উন্মোচিত করা হবে,
Tafsir Bayaan Foundation
আর যখন আমলনামাগুলো প্রকাশ করে দেয়া হবে।
Muhiuddin Khan
যখন আমলনামা খোলা হবে,
Zohurul Hoque
আর যখন পৃষ্ঠাগুলো খুলে ধরা হবে,