Skip to content

সূরা আত-তাকভীর - Page: 2

At-Takwir

(at-Takwīr)

১১

وَاِذَا السَّمَاۤءُ كُشِطَتْۖ ١١

wa-idhā
وَإِذَا
এবং যখন
l-samāu
ٱلسَّمَآءُ
আকাশ
kushiṭat
كُشِطَتْ
আবরণ অপসারিত হবে
যখন আসমানের পর্দা সরিয়ে ফেলা হবে। ([৮১] আত-তাকভীর: ১১)
ব্যাখ্যা
১২

وَاِذَا الْجَحِيْمُ سُعِّرَتْۖ ١٢

wa-idhā
وَإِذَا
এবং যখন
l-jaḥīmu
ٱلْجَحِيمُ
জাহান্নাম
suʿʿirat
سُعِّرَتْ
প্রজ্বলিত করা হবে
যখন জাহান্নামকে উসকে দেয়া হবে, ([৮১] আত-তাকভীর: ১২)
ব্যাখ্যা
১৩

وَاِذَا الْجَنَّةُ اُزْلِفَتْۖ ١٣

wa-idhā
وَإِذَا
এবং যখন
l-janatu
ٱلْجَنَّةُ
জান্নাত
uz'lifat
أُزْلِفَتْ
নিকটে আনা হবে
আর জান্নাতকে নিকটে আনা হবে, ([৮১] আত-তাকভীর: ১৩)
ব্যাখ্যা
১৪

عَلِمَتْ نَفْسٌ مَّآ اَحْضَرَتْۗ ١٤

ʿalimat
عَلِمَتْ
জানবে
nafsun
نَفْسٌ
(প্রত্যেক) ব্যক্তি
مَّآ
যা
aḥḍarat
أَحْضَرَتْ
উপস্থিত করেছে
তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কী (সঙ্গে) নিয়ে এসেছে। ([৮১] আত-তাকভীর: ১৪)
ব্যাখ্যা
১৫

فَلَآ اُقْسِمُ بِالْخُنَّسِۙ ١٥

falā
فَلَآ
অতঃপর না
uq'simu
أُقْسِمُ
আমি শপথ করছি
bil-khunasi
بِٱلْخُنَّسِ
পশ্চাদপসরণকারী
আমি শপথ করছি (গ্রহের) যা পেছনে সরে যায়, ([৮১] আত-তাকভীর: ১৫)
ব্যাখ্যা
১৬

الْجَوَارِ الْكُنَّسِۙ ١٦

al-jawāri
ٱلْجَوَارِ
চলমান
l-kunasi
ٱلْكُنَّسِ
অদৃশ্যমান (নক্ষত্রগুলোর)
চলে ও লুকিয়ে যায়, ([৮১] আত-তাকভীর: ১৬)
ব্যাখ্যা
১৭

وَالَّيْلِ اِذَا عَسْعَسَۙ ١٧

wa-al-layli
وَٱلَّيْلِ
শপথ রাতের
idhā
إِذَا
যখন
ʿasʿasa
عَسْعَسَ
শেষ হয়
শপথ রাতের যখন তা বিদায় নেয় ([৮১] আত-তাকভীর: ১৭)
ব্যাখ্যা
১৮

وَالصُّبْحِ اِذَا تَنَفَّسَۙ ١٨

wal-ṣub'ḥi
وَٱلصُّبْحِ
শপথ প্রভাতের
idhā
إِذَا
যখন
tanaffasa
تَنَفَّسَ
শ্বাস নেয়
আর ঊষার যখন তা নিঃশ্বাস ফেলে অন্ধকারকে বের করে দেয়, ([৮১] আত-তাকভীর: ১৮)
ব্যাখ্যা
১৯

اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِيْمٍۙ ١٩

innahu
إِنَّهُۥ
নিশ্চয়ই তা
laqawlu
لَقَوْلُ
অবশ্যই বাণী
rasūlin
رَسُولٍ
বার্তা-বাহকের
karīmin
كَرِيمٍ
সম্মানিত
এ কুরআন নিশ্চয়ই সম্মানিত রসূলের (অর্থাৎ জিবরাঈলের) আনীত বাণী। ([৮১] আত-তাকভীর: ১৯)
ব্যাখ্যা
২০

ذِيْ قُوَّةٍ عِنْدَ ذِى الْعَرْشِ مَكِيْنٍۙ ٢٠

dhī
ذِى
সম্পন্ন
quwwatin
قُوَّةٍ
শক্তি
ʿinda
عِندَ
কাছে
dhī
ذِى
অধিপতির
l-ʿarshi
ٱلْعَرْشِ
আরশের
makīnin
مَكِينٍ
সামর্থ্যশালী
যে শক্তিশালী, ‘আরশের মালিক (আল্লাহ)’র নিকট মর্যাদাশীল। ([৮১] আত-তাকভীর: ২০)
ব্যাখ্যা