Skip to content

কুরআন মজীদ সূরা আবাসা আয়াত ৯

Qur'an Surah 'Abasa Verse 9

আবাসা [৮০]: ৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَهُوَ يَخْشٰىۙ (عبس : ٨٠)

wahuwa
وَهُوَ
While he
এবং সে
yakhshā
يَخْشَىٰ
fears
ভয় করে

Transliteration:

Wahuwa yakhshaa, (QS. ʿAbasa:9)

English Sahih International:

While he fears [Allah], (QS. 'Abasa, Ayah ৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর সে ভয়ও করে, (আবাসা, আয়াত ৯)

Tafsir Ahsanul Bayaan

সভয় মনে, [১]

[১] অর্থাৎ, আল্লাহর ভয়ও তার হৃদয়ে আছে, যার কারণে আশা করা যায় যে, তোমার বাণী তার জন্য উপকারী হবে। আর সে তা গ্রহণ করবে এবং তার উপর আমল করবে।

Tafsir Abu Bakr Zakaria

আর সে সশঙ্কচিত্ত,

Tafsir Bayaan Foundation

আর সে ভয়ও করে,

Muhiuddin Khan

এমতাবস্থায় যে, সে ভয় করে,

Zohurul Hoque

আর সে ভয় করছিল,