Skip to content

কুরআন মজীদ সূরা আবাসা আয়াত ৮

Qur'an Surah 'Abasa Verse 8

আবাসা [৮০]: ৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَاَمَّا مَنْ جَاۤءَكَ يَسْعٰىۙ (عبس : ٨٠)

wa-ammā
وَأَمَّا
But as for
আর অন্যপক্ষে
man
مَن
(he) who
যে
jāaka
جَآءَكَ
came to you
তোমার কাছে আসল
yasʿā
يَسْعَىٰ
striving
দৌড়ে

Transliteration:

Wa amma man jaa-aka yas'a (QS. ʿAbasa:8)

English Sahih International:

But as for he who came to you striving [for knowledge] (QS. 'Abasa, Ayah ৮)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

পক্ষান্তরে যে লোক তোমার কাছে ছুটে আসল। (আবাসা, আয়াত ৮)

Tafsir Ahsanul Bayaan

পক্ষান্তরে যে তোমার নিকট ছুটে এল, [১]

[১] এই আশা করে যে, তুমি তাকে মঙ্গলের প্রতি পথ প্রদর্শন করবে এবং ওয়ায-নসীহত দ্বারা উপদেশ প্রদান করবে।

Tafsir Abu Bakr Zakaria

অপরদিকে যে আপনার কাছে ছুটে এলো,

Tafsir Bayaan Foundation

পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে আসল,

Muhiuddin Khan

যে আপনার কাছে দৌড়ে আসলো

Zohurul Hoque

আর তার ক্ষেত্রে যে তোমার কাছে এসেছিল আগ্রহ নিয়ে,