Skip to content

কুরআন মজীদ সূরা আবাসা আয়াত ৪০

Qur'an Surah 'Abasa Verse 40

আবাসা [৮০]: ৪০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَوُجُوْهٌ يَّوْمَىِٕذٍ عَلَيْهَا غَبَرَةٌۙ (عبس : ٨٠)

wawujūhun
وَوُجُوهٌ
And faces
এবং (অনেক) মুখ
yawma-idhin
يَوْمَئِذٍ
that Day
সেদিন
ʿalayhā
عَلَيْهَا
upon them
তার উপর
ghabaratun
غَبَرَةٌ
(will be) dust
মলিনতা (আসবে)

Transliteration:

Wa wujoohuy yauma-izin 'alaiha ghabar a (QS. ʿAbasa:40)

English Sahih International:

And [other] faces, that Day, will have upon them dust. (QS. 'Abasa, Ayah ৪০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সেদিন কতক মুখ হবে ধূলিমলিন। (আবাসা, আয়াত ৪০)

Tafsir Ahsanul Bayaan

পক্ষান্তরে বহু মুখমন্ডল হবে সেদিন ধূলি-ধূসর।

Tafsir Abu Bakr Zakaria

আর অনেক চেহারা সেদিন হবে ধূলিধূসর

Tafsir Bayaan Foundation

আর কিছু কিছু চেহারার উপর সেদিন থাকবে মলিনতা।

Muhiuddin Khan

এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।

Zohurul Hoque

আর সেইদিন অনেক মুখ -- তাদের উপরে ধূলো-বালি,