Skip to content

কুরআন মজীদ সূরা আবাসা আয়াত ৩৯

Qur'an Surah 'Abasa Verse 39

আবাসা [৮০]: ৩৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۚ (عبس : ٨٠)

ḍāḥikatun
ضَاحِكَةٌ
Laughing
সহাস্য
mus'tabshiratun
مُّسْتَبْشِرَةٌ
rejoicing at good news
প্রফুল্ল (হবে)

Transliteration:

Dahi katum mustab shirah (QS. ʿAbasa:39)

English Sahih International:

Laughing, rejoicing at good news. (QS. 'Abasa, Ayah ৩৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সহাস্য, উৎফুল্ল। (আবাসা, আয়াত ৩৯)

Tafsir Ahsanul Bayaan

সহাস্য ও প্রফুল্ল। [১]

[১] এইরূপ ঈমানদারদের চেহারা হবে। যাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে। এর দ্বারা তাদের আখেরাতের সুখ ও সাফল্য লাভের একীন হয়ে যাবে। যার ফলে তাদের মুখমন্ডলে খুশীর আভা প্রকাশ পাবে।

Tafsir Abu Bakr Zakaria

সহাস্য ও প্রফুল্ল,

Tafsir Bayaan Foundation

সহাস্য, প্রফুল্ল।

Muhiuddin Khan

সহাস্য ও প্রফুল্ল।

Zohurul Hoque

হাসিমাখা, আনন্দমুখর,