Skip to content

কুরআন মজীদ সূরা আবাসা আয়াত ৩৬

Qur'an Surah 'Abasa Verse 36

আবাসা [৮০]: ৩৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَصَاحِبَتِهٖ وَبَنِيْهِۗ (عبس : ٨٠)

waṣāḥibatihi
وَصَٰحِبَتِهِۦ
And his wife
ও তার স্ত্রী
wabanīhi
وَبَنِيهِ
and his children
এবং তার সন্তানদের (হতে)

Transliteration:

Wa sahi batihee wa baneeh. (QS. ʿAbasa:36)

English Sahih International:

And his wife and his children, (QS. 'Abasa, Ayah ৩৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তার স্ত্রী ও তার সন্তান থেকে, (আবাসা, আয়াত ৩৬)

Tafsir Ahsanul Bayaan

তার পত্নী ও তার সন্তান হতে।

Tafsir Abu Bakr Zakaria

তার পত্নী ও তার সন্তান থেকে [১] ,

[১] এখানে হাশরের ময়দানে সমাবেশের দিন বোঝানো হয়েছে, সেদিন প্রত্যেক মানুষ আপন চিন্তায় বিভোর হবে। সেদিন মানুষ তার অতি-নিকটাত্মীয়কে দেখলেও মুখ লুকাবে এবং পালিয়ে বেড়াবে। [ইবন কাসীর] প্ৰায় এই একই ধরনের বিষয়বস্তু বর্ণিত হয়েছে সূরা মা‘আরিজের ১০ থেকে ১৪ পর্যন্ত আয়াতে।

Tafsir Bayaan Foundation

তার স্ত্রী ও তার সন্তান-সন্ততি থেকে।

Muhiuddin Khan

তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।

Zohurul Hoque

আর তার পতিপত্নীকে ও তার সন্তানসন্ততিকে।