কুরআন মজীদ সূরা আবাসা আয়াত ৩১
Qur'an Surah 'Abasa Verse 31
আবাসা [৮০]: ৩১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَفَاكِهَةً وَّاَبًّا (عبس : ٨٠)
- wafākihatan
- وَفَٰكِهَةً
- And fruits
- এবং ফল
- wa-abban
- وَأَبًّا
- and grass
- গবাদি খাদ্য
Transliteration:
Wa faki hataw-wa abba.(QS. ʿAbasa:31)
English Sahih International:
And fruit and grass - (QS. 'Abasa, Ayah ৩১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আর নানান জাতের ফল আর ঘাস-লতাপাতা। (আবাসা, আয়াত ৩১)
Tafsir Ahsanul Bayaan
ফলমূল এবং পশুখাদ্য। [১]
[১] أب সেই ঘাস ও লতাপাতা যা আপনা আপনি উদগত হয় এবং তা চতুষ্পদ জন্তুরা ভক্ষণ করে থাকে।
Tafsir Abu Bakr Zakaria
ফল এবং গবাদি খাদ্য [১] ,
[১] أبّ শব্দটির উপরোক্ত অর্থ ইবনে আব্বাস ও উমর রাদিয়াল্লাহু ‘আনহুম থেকে সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। [সহীহ ইবনে খুযাইমাহ; ২১৭২]
Tafsir Bayaan Foundation
আর ফল ও তৃণগুল্ম।
Muhiuddin Khan
ফল এবং ঘাস
Zohurul Hoque
আর ফলফসল ও তৃণলতা, --